9:44 am, Friday, 12 September 2025

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: কঠিন প্রতিপক্ষ পেল পিএসজি, রিয়াল-সিটিরও হেভিওয়েট দ্বৈরথ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

 

আগামী ১৬ সেপ্টেম্বর মাঠে গড়াতে যাচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ২০২৫–২৬ মৌসুম। নতুন ফরম্যাটে ৩৬ দল নিয়ে আয়োজিত হচ্ছে এবারের আসর। বৃহস্পতিবার (২৮ আগস্ট) মোনাকোর গ্রিমালদি ফোরামে অনুষ্ঠিত হয়েছে লিগপর্বের ড্র অনুষ্ঠান।

ড্রয়ের মাধ্যমে নিশ্চিত হয়েছে প্রতিটি দলের আট প্রতিপক্ষ ও হোম–অ্যাওয়ে ম্যাচের তালিকা। এ বছরও জমজমাট লড়াই অপেক্ষা করছে দর্শকদের জন্য। বিশেষ করে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির সামনে থাকছে শক্তিশালী দলগুলোর চ্যালেঞ্জ।

পিএসজির কঠিন প্রতিপক্ষ

ড্র অনুযায়ী, ফরাসি জায়ান্টরা খেলবে বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, আতালান্তা, বায়ার লেভারকুসেন, টটেনহাম, স্পোর্তিং লিসবন, নিউক্যাসল ও অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে।

রিয়াল বনাম সিটি

ড্রতে সবচেয়ে আলোচিত লড়াই হচ্ছে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির মুখোমুখি হওয়া। রিয়াল খেলবে লিভারপুল, জুভেন্টাস, বেনফিকা, মার্শেই, অলিম্পিয়াকোস, মোনাকো ও কাইরাত আলমাতির বিপক্ষেও। অন্যদিকে সিটির প্রতিপক্ষের তালিকায় রয়েছে বরুসিয়া ডর্টমুন্ড, লেভারকুসেন, নাপোলি, ভিয়ারিয়াল, গ্যালাতাসারাই, বোদো/গ্লিমট ও মোনাকো।

অন্য হেভিওয়েটদের ম্যাচআপ

  • বার্সেলোনা: পিএসজি, চেলসি, ফ্রাঙ্কফুর্ট, ক্লাব ব্রুগা, অলিম্পিয়াকোস, স্লাভিয়া প্রাগ, কোপেনহেগেন ও নিউক্যাসল।
  • বায়ার্ন মিউনিখ: চেলসি, আর্সেনাল, ক্লাব ব্রুগা, পিএসজি, স্পোর্তিং লিসবন, পিএসভি, ইউনিয়ন সেন্ট–জিলোয়া ও পাফোস এফসি।
  • লিভারপুল: রিয়াল, ইন্টার মিলান, আতলেতিকো মাদ্রিদ, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, মার্শেই, পিএসভি, কারাবাগ ও গ্যালাতাসারাই।
  • ইন্টার মিলান: লিভারপুল, বরুসিয়া ডর্টমুন্ড, আর্সেনাল, আতলেতিকো মাদ্রিদ, আয়াক্স, স্লাভিয়া প্রাগ, কাইরাত আলমাতি ও ইউনিয়ন সেন্ট–জিলোয়া।

নতুন ফরম্যাটে অগ্রগতি

চলতি মৌসুমে ৩৬ দলের মধ্যে পয়েন্ট তালিকার শীর্ষ আট দল সরাসরি দ্বিতীয় রাউন্ডে উঠবে। নবম থেকে ২৪তম হওয়া দলগুলো খেলবে প্লে–অফে, যেখান থেকে আরও আট দল যুক্ত হবে দ্বিতীয় রাউন্ডে।

পূর্ণাঙ্গ ফিক্সচার (ম্যাচের তারিখ) প্রকাশ করবে উয়েফা আগামী শনিবার।

Tag :

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

নতুন ট্রেন্ড ন্যানো ব্যানানা, যেভাবে বানাবেন নিজের থ্রিডি ফিগারিন

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: কঠিন প্রতিপক্ষ পেল পিএসজি, রিয়াল-সিটিরও হেভিওয়েট দ্বৈরথ

Update Time : 09:01:14 am, Friday, 29 August 2025

 

আগামী ১৬ সেপ্টেম্বর মাঠে গড়াতে যাচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ২০২৫–২৬ মৌসুম। নতুন ফরম্যাটে ৩৬ দল নিয়ে আয়োজিত হচ্ছে এবারের আসর। বৃহস্পতিবার (২৮ আগস্ট) মোনাকোর গ্রিমালদি ফোরামে অনুষ্ঠিত হয়েছে লিগপর্বের ড্র অনুষ্ঠান।

ড্রয়ের মাধ্যমে নিশ্চিত হয়েছে প্রতিটি দলের আট প্রতিপক্ষ ও হোম–অ্যাওয়ে ম্যাচের তালিকা। এ বছরও জমজমাট লড়াই অপেক্ষা করছে দর্শকদের জন্য। বিশেষ করে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির সামনে থাকছে শক্তিশালী দলগুলোর চ্যালেঞ্জ।

পিএসজির কঠিন প্রতিপক্ষ

ড্র অনুযায়ী, ফরাসি জায়ান্টরা খেলবে বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, আতালান্তা, বায়ার লেভারকুসেন, টটেনহাম, স্পোর্তিং লিসবন, নিউক্যাসল ও অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে।

রিয়াল বনাম সিটি

ড্রতে সবচেয়ে আলোচিত লড়াই হচ্ছে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির মুখোমুখি হওয়া। রিয়াল খেলবে লিভারপুল, জুভেন্টাস, বেনফিকা, মার্শেই, অলিম্পিয়াকোস, মোনাকো ও কাইরাত আলমাতির বিপক্ষেও। অন্যদিকে সিটির প্রতিপক্ষের তালিকায় রয়েছে বরুসিয়া ডর্টমুন্ড, লেভারকুসেন, নাপোলি, ভিয়ারিয়াল, গ্যালাতাসারাই, বোদো/গ্লিমট ও মোনাকো।

অন্য হেভিওয়েটদের ম্যাচআপ

  • বার্সেলোনা: পিএসজি, চেলসি, ফ্রাঙ্কফুর্ট, ক্লাব ব্রুগা, অলিম্পিয়াকোস, স্লাভিয়া প্রাগ, কোপেনহেগেন ও নিউক্যাসল।
  • বায়ার্ন মিউনিখ: চেলসি, আর্সেনাল, ক্লাব ব্রুগা, পিএসজি, স্পোর্তিং লিসবন, পিএসভি, ইউনিয়ন সেন্ট–জিলোয়া ও পাফোস এফসি।
  • লিভারপুল: রিয়াল, ইন্টার মিলান, আতলেতিকো মাদ্রিদ, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, মার্শেই, পিএসভি, কারাবাগ ও গ্যালাতাসারাই।
  • ইন্টার মিলান: লিভারপুল, বরুসিয়া ডর্টমুন্ড, আর্সেনাল, আতলেতিকো মাদ্রিদ, আয়াক্স, স্লাভিয়া প্রাগ, কাইরাত আলমাতি ও ইউনিয়ন সেন্ট–জিলোয়া।

নতুন ফরম্যাটে অগ্রগতি

চলতি মৌসুমে ৩৬ দলের মধ্যে পয়েন্ট তালিকার শীর্ষ আট দল সরাসরি দ্বিতীয় রাউন্ডে উঠবে। নবম থেকে ২৪তম হওয়া দলগুলো খেলবে প্লে–অফে, যেখান থেকে আরও আট দল যুক্ত হবে দ্বিতীয় রাউন্ডে।

পূর্ণাঙ্গ ফিক্সচার (ম্যাচের তারিখ) প্রকাশ করবে উয়েফা আগামী শনিবার।