5:34 pm, Thursday, 28 August 2025

বোর্ডের দায়িত্বে এলে সভাপতি হয়েই আসতে চান তামিম!

বোর্ডের দায়িত্বে এলে সভাপতি হয়েই আসতে চান তামিম!। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে পরিচালক নয়, সরাসরি সভাপতি পদেই লড়তে চান সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বিসিবির আসন্ন নির্বাচনকে ঘিরে গুঞ্জন যখন তুঙ্গে, ঠিক তখনই এই বিস্ফোরক সিদ্ধান্ত জানালেন দেশের অন্যতম সফল এই ওপেনার।

ঢাকা ক্লাবপাড়ায় তামিমের প্রতি সমর্থন জানাচ্ছেন বড় একটি অংশের সংগঠক। বসুন্ধরা গ্রুপের আওতাধীন ১৮টি ক্লাবসহ অন্তত ৪০টির বেশি ক্লাব রয়েছে তার পাশে। তামিম ইতিমধ্যে একজন কাউন্সিলর হিসেবে বোর্ড নির্বাচনে অংশ নিতে প্রস্তুত। পরিচালকের পদ তার জন্য প্রায় নিশ্চিত বলেই ধরে নিচ্ছেন অনেকে। তবে তামিমের নজর সোজা সভাপতির চেয়ারে।

আগামী ১ সেপ্টেম্বর সিলেটে অনুষ্ঠিতব্য বোর্ড সভায় বিসিবি নির্বাচন কমিশন গঠনের সিদ্ধান্ত আসতে পারে। সেপ্টেম্বরের শেষ দিকে অথবা অক্টোবরের শুরুর দিকেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ওই সভাতেই তফসিল ঘোষণার ইঙ্গিত দিয়েছেন বোর্ড সংশ্লিষ্টরা।

বিসিবি সভাপতি নির্বাচনে মূল ভূমিকা রাখবে ঢাকার ৭৬ ক্লাবের কাউন্সিলর ভোট। এখান থেকেই আসবেন ১২ জন পরিচালক, যারা পরবর্তীতে সভাপতির নাম চূড়ান্ত করবেন।

তবে তামিমের সামনে প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। ক্রীড়া পরিষদের কোটা থাকায় পরিচালক হওয়ার জন্য ভোটে না গেলেও চলবে তার। তবে সভাপতির লড়াইয়ে নামতে হলে তাকেও চাই সমর্থন। পরিচালকদের সুনির্দিষ্ট সমর্থন না পেলে নির্বাচনে দাঁড়াতে অনাগ্রহী বুলবুল।

তালিকায় আছেন ফারুক আহমেদও। যদিও আগের অভিজ্ঞতা ভালো না হওয়ায় তার সম্ভাবনা অনেকটাই কম বলেই মনে করছেন বোর্ড সংশ্লিষ্টরা।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

বোর্ডের দায়িত্বে এলে সভাপতি হয়েই আসতে চান তামিম!

Update Time : 10:31:23 am, Thursday, 28 August 2025

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে পরিচালক নয়, সরাসরি সভাপতি পদেই লড়তে চান সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বিসিবির আসন্ন নির্বাচনকে ঘিরে গুঞ্জন যখন তুঙ্গে, ঠিক তখনই এই বিস্ফোরক সিদ্ধান্ত জানালেন দেশের অন্যতম সফল এই ওপেনার।

ঢাকা ক্লাবপাড়ায় তামিমের প্রতি সমর্থন জানাচ্ছেন বড় একটি অংশের সংগঠক। বসুন্ধরা গ্রুপের আওতাধীন ১৮টি ক্লাবসহ অন্তত ৪০টির বেশি ক্লাব রয়েছে তার পাশে। তামিম ইতিমধ্যে একজন কাউন্সিলর হিসেবে বোর্ড নির্বাচনে অংশ নিতে প্রস্তুত। পরিচালকের পদ তার জন্য প্রায় নিশ্চিত বলেই ধরে নিচ্ছেন অনেকে। তবে তামিমের নজর সোজা সভাপতির চেয়ারে।

আগামী ১ সেপ্টেম্বর সিলেটে অনুষ্ঠিতব্য বোর্ড সভায় বিসিবি নির্বাচন কমিশন গঠনের সিদ্ধান্ত আসতে পারে। সেপ্টেম্বরের শেষ দিকে অথবা অক্টোবরের শুরুর দিকেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ওই সভাতেই তফসিল ঘোষণার ইঙ্গিত দিয়েছেন বোর্ড সংশ্লিষ্টরা।

বিসিবি সভাপতি নির্বাচনে মূল ভূমিকা রাখবে ঢাকার ৭৬ ক্লাবের কাউন্সিলর ভোট। এখান থেকেই আসবেন ১২ জন পরিচালক, যারা পরবর্তীতে সভাপতির নাম চূড়ান্ত করবেন।

তবে তামিমের সামনে প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। ক্রীড়া পরিষদের কোটা থাকায় পরিচালক হওয়ার জন্য ভোটে না গেলেও চলবে তার। তবে সভাপতির লড়াইয়ে নামতে হলে তাকেও চাই সমর্থন। পরিচালকদের সুনির্দিষ্ট সমর্থন না পেলে নির্বাচনে দাঁড়াতে অনাগ্রহী বুলবুল।

তালিকায় আছেন ফারুক আহমেদও। যদিও আগের অভিজ্ঞতা ভালো না হওয়ায় তার সম্ভাবনা অনেকটাই কম বলেই মনে করছেন বোর্ড সংশ্লিষ্টরা।