টিকটকার প্রিন্স মামুনের সঙ্গে নিজের বয়সের বড় ধরনের পার্থক্য রয়েছে বলে জানালেন টিকটক পরিচিত মুখ লায়লা আখতার। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার বয়স এখন ৫০, মামুনের ২৫। আমাদের বয়সের ব্যবধান ২৫ বছর।”
বুধবার (২৭ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালতে টিকটকার ফরহাদকে মারধর ও হত্যাচেষ্টার মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মামলার বাদী লায়লা আখতারের জবানবন্দি গ্রহণের পর তিনি গণমাধ্যমের মুখোমুখি হয়ে এসব কথা বলেন।
প্রিন্স মামুন বর্তমানে তাকে চেনেন না বলে যে বক্তব্য দিয়েছেন, সে বিষয়ে জানতে চাইলে লায়লা বলেন, “দ্বন্দ্ব হলে আমরা পরিচিত মানুষকেও ভুলে যাই। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তিনি আমার জীবনে এসেছিলেন। উদ্দেশ্য পূরণ হওয়ার পর চলে গেছেন, তাই এখন না চেনাই স্বাভাবিক।”
তিনি আরও জানান, বর্তমানে প্রিন্স মামুনের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, তবে একসময় তারা বাগদত্তা ছিলেন।
এক প্রশ্নে লায়লা বলেন, “প্রিন্স মামুনের মা ২০২২ সালে আমাকে তার ছেলের স্ত্রী হিসেবে মেনে নিয়েছিলেন। এখন যদি ভাই-বোন বলেন, সেটা তার ব্যাপার।”
তাকে কম বয়সীদের টার্গেট করার অভিযোগ প্রসঙ্গে লায়লার জবাব, “প্রিন্স মামুনের আগে আমি বিবাহিত ছিলাম, আমার সেই স্বামী বয়সে বড় ছিলেন। যাদের সঙ্গে ভিডিও করি, তাদের সঙ্গে কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই।”