আফগানিস্তানের পূর্বাঞ্চলে আবারও ঘটল ভয়াবহ এক সড়ক দুর্ঘটনা। রাজধানী কাবুল থেকে দক্ষিণাঞ্চলীয় শহর কান্দহারগামী একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে অন্তত ২৫ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন আরও অন্তত ২৭ জন।
বুধবার (২৭ আগস্ট) দুর্ঘটনাটি ঘটে বলে বার্তাসংস্থা এএফপিকে নিশ্চিত করেছে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন ক্বানি জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় চালকের অবহেলার কারণে। ঘটনাস্থলেই প্রাণ হারান ২৫ জন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে ধারণা করা হচ্ছে, যদিও বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ।
আফগানিস্তানে সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে এবং বেশিরভাগই প্রাণঘাতী হয়ে ওঠে। দীর্ঘদিন ধরে চলা যুদ্ধ, দুর্বল অবকাঠামো, ভাঙাচোরা রাস্তা, বেপরোয়া ড্রাইভিং এবং কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থার অভাবই এর প্রধান কারণ হিসেবে মনে করেন বিশ্লেষকরা।
এই দুর্ঘটনার মাত্র এক সপ্তাহ আগেই আফগানিস্তানে ঘটে চলতি বছরের সবচেয়ে বড় সড়ক দুর্ঘটনা। পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে একটি বাস, একটি ট্রাক ও একটি মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ হারান ৭৮ জন। তাদের মধ্যে ছিল ১২ জনের বেশি শিশু। ওই বাসটিতে ইরান থেকে ফেরত আসা অভিবাসী শ্রমিকরা ছিলেন।
এছাড়া গত বছরের ডিসেম্বরে মধ্য আফগানিস্তানের একটি মহাসড়কে জ্বালানিবাহী ট্যাংকার ও দুটি বাসের সংঘর্ষে প্রাণ হারান অন্তত ৫২ জন।
বারবার এমন মর্মান্তিক দুর্ঘটনা সত্ত্বেও আফগানিস্তানে এখনো কোনো কার্যকর সড়ক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, অবকাঠামোগত উন্নয়ন এবং কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা না আনলে এমন প্রাণহানির ঘটনা বারবারই ঘটতে থাকবে।