তুরস্ক প্রতিরক্ষা খাতে বড় অগ্রগতি অর্জন করেছে। দেশটির প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান আসেলসান ‘স্টিল ডোম’ প্রকল্পের অংশ হিসেবে একদিনে ১৪টি নতুন স্থাপনার উদ্বোধন করেছে। বুধবার (২৭ আগস্ট) আঙ্কারায় আয়োজিত অনুষ্ঠানে প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরদোয়ান উপস্থিত ছিলেন। খবর দিয়েছে ডেইলি সাবাহ।
‘স্টিল ডোম’ হলো তুরস্কের নিজস্ব প্রযুক্তিনির্ভর আকাশ প্রতিরক্ষা স্থাপত্য। এর মাধ্যমে নিম্ন, মধ্যম ও উচ্চস্তরের হুমকির বিরুদ্ধে ধাপে ধাপে সুরক্ষা নিশ্চিত করা হবে। প্রকল্পটির মূল লক্ষ্য হলো বিদেশি অস্ত্রনির্ভরতা থেকে মুক্তি পাওয়া।
অনুষ্ঠানে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হিসার ও সিপার, কামান ব্যবস্থা কোরকুত এবং উন্নত রাডার প্ল্যাটফর্ম হস্তান্তর করা হয়। পাশাপাশি আঙ্কারার গলবাসি জেলায় আসেলসানের নতুন ওগুলবে টেকনোলজি বেস-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এটি বিদ্যমান তিনটি ক্যাম্পাসের চেয়ে বড় হবে এবং স্টিল ডোম ও রাডার সিস্টেম উৎপাদনকে একত্র করবে।
আসেলসানের মহাব্যবস্থাপক আহমেত আকইল জানান, নতুন স্থাপনা ও প্রযুক্তি সক্ষমতা বৃদ্ধির ফলে উৎপাদন ক্ষমতা ৪০ শতাংশ বাড়বে। বর্তমানে প্রকল্পে আসেলসানের পাশাপাশি রকেটসান, টিউবিটাক সেজ এবং এমকেই কাজ করছে।
গত দুই দশকে দেশীয় প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে তুরস্ক বিদেশি অস্ত্রনির্ভরতা ৮০ শতাংশ থেকে নামিয়ে ২০ শতাংশের নিচে এনেছে। এরই ধারাবাহিকতায় ২০২৪ সালে তুরস্কের প্রতিরক্ষা রপ্তানি বেড়ে দাঁড়িয়েছে ৭.১৫ বিলিয়ন ডলার, যা গত বছর ছিল ৫.৫ বিলিয়ন ডলার।