জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ (কর্মপরিকল্পনা) চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এ রোডম্যাপ ঘোষণা করবে কমিশন। এর আগে বুধবার কমিশনের বৈঠকে রোডম্যাপ অনুমোদন দেওয়া হয়।
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, কর্মপরিকল্পনায় নির্বাচনের প্রস্তুতিমূলক কাজগুলো কোন সময়ের মধ্যে শেষ করতে হবে তা উল্লেখ থাকবে। তবে রোডম্যাপে তফসিল ঘোষণা বা ভোটের তারিখ নির্ধারণ থাকবে না।
ইসি সূত্র জানায়, রোডম্যাপে সেপ্টেম্বর থেকে বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে বৈঠক শুরু করবে কমিশন। এছাড়া আইন সংস্কার, সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, নতুন রাজনৈতিক দল ও পর্যবেক্ষক নিবন্ধন, ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচনি সামগ্রী সংগ্রহ, প্রবাসী ভোটাধিকার কার্যক্রম, ভোটকেন্দ্র চূড়ান্তকরণ, ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ এবং প্রশিক্ষণ কোন সময়সীমার মধ্যে শেষ করতে হবে তা স্পষ্ট করা থাকবে।
এর আগে বুধবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন, চার নির্বাচন কমিশনার এবং ইসি সচিবের উপস্থিতিতে বৈঠকে রোডম্যাপ অনুমোদন হয়। বৈঠক শেষে একজন কমিশনার জানান, কর্মপরিকল্পনার সবকিছু চূড়ান্ত হয়েছে, এখন শুধু টাইপিংয়ের কাজ চলছে।
ইসির কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ডিসেম্বর মাসে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এবং আগামী বছরের ফেব্রুয়ারির শুরুতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তাদের মতে, রোডম্যাপ ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনের প্রস্তুতি নিয়ে যে শঙ্কা ছিল, তা কিছুটা হলেও দূর হবে।