ভালো কাজের প্রলোভনে পাচারের শিকার হয়ে ভারতের বিভিন্ন রাজ্যে কারাভোগের পর দেশে ফিরেছেন ১৭ জন বাংলাদেশি নারী ও শিশু। বুধবার (২৭ আগস্ট) বিকেলে বেনাপোল চেকপোস্টে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও পুলিশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাদের হস্তান্তর করা হয়।
ফেরত আসাদের মধ্যে ১০ জন নারী ও ৭ জন শিশু রয়েছে। তারা ভারতের বোম্বে ও পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যে দুই বছর থেকে শুরু করে সর্বোচ্চ ১২ বছর পর্যন্ত কারাভোগ করেছেন।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস হোসেন জানান, এ ১৭ জন নারী-শিশু বিভিন্ন সীমান্ত পথে পাচার হয়ে ভারতে প্রবেশ করেছিলেন। সেখানে ভারতীয় পুলিশের হাতে আটক হওয়ার পর শুরু হয় দীর্ঘ বন্দিজীবন। পরবর্তীতে তাদের বিভিন্ন শেল্টার হোমে রাখা হয়।
বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যকার আলোচনার ভিত্তিতে অবশেষে তাদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়।
ফেরত আসাদের বাড়ি খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, হবিগঞ্জ, গোপালগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায়।
অনেক বছর পর স্বজনদের কাছে ফেরার সুযোগ পেয়ে অনেকে কান্নায় ভেঙে পড়েন। তাদের চোখেমুখে ছিল স্বস্তি, আনন্দ ও শোকের মিশ্র প্রতিক্রিয়া।
প্রাথমিকভাবে পোর্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করার পর আইনগত প্রক্রিয়া শেষে তাদেরকে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি, রাইটস যশোর এবং জাস্টিস অ্যান্ড কেয়ারের কাছে হস্তান্তর করা হবে, যেন তারা পুনর্বাসন ও আইনি সহায়তা পান।