প্রকৌশল শিক্ষার্থীদের চলমান আন্দোলনের অংশ হিসেবে দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার (২৮ আগস্ট) থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তবে জনদুর্ভোগ এড়াতে শাহবাগে আর কোনো অবরোধ না করার সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলনকারীরা।
বুধবার (২৭ আগস্ট) রাতে শাহবাগে আন্দোলনকারীদের পক্ষে এই কর্মসূচির ঘোষণা দেন প্রকৌশল অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক সাকিবুল হক লিপু।
তিনি জানান, “আগামীকাল থেকে দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। পরবর্তী কর্মসূচি জানানো হবে বৃহস্পতিবার বিকেল ৫টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে।”
সাকিবুল হক বলেন, “আমাদের তিন দফা দাবির কোনোটাই এখনো পূরণ হয়নি। যেসব নীতিনির্ধারক সিদ্ধান্ত নিচ্ছেন, তারা আমাদের অবস্থান বা সমস্যাগুলো জানেনই না।”
এর আগে, আন্দোলন চলাকালীন শাহবাগে উপস্থিত হয়ে ডিএমপি কমিশনার শিক্ষার্থীদের ওপর পুলিশের বলপ্রয়োগকে ‘অপ্রীতিকর’ বলে আখ্যা দিয়ে দুঃখ প্রকাশ করেন ও ক্ষমা চান। সেইসঙ্গে বৃহস্পতিবার পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠনের আশ্বাসও দেন তিনি।
শিক্ষার্থীরা জানান, তারা জনসাধারণের দুর্ভোগ সৃষ্টি হয় এমন কোনো কর্মসূচি আপাতত পালন করবেন না এবং সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাবেন।
বুধবার দুপুরে শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’র উদ্দেশ্যে মিছিল নিয়ে রওনা দিলে, ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড়ে পুলিশ বাধা দেয়। এ সময় লাঠিচার্জ, জলকামান, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী ও পুলিশ সদস্য আহত হন।
পরে আন্দোলনকারীরা আবার শাহবাগে ফিরে এসে বিক্ষোভ চালিয়ে যান।