বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি বাংলাদেশের জন্য উপযোগী নয়।
বুধবার (২৭ আগস্ট) বিকেলে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক কর্মী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, দীর্ঘ ১৬ বছর দমননীতি ও নিপীড়নের শিকার হয়েছে জনগণ। খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই চালিয়ে যাচ্ছে। এ সময় অসংখ্য নেতা-কর্মী প্রাণ দিয়েছেন। জুলাই আন্দোলনে শতাধিক শিশু ও শত শত কর্মী নিহত হয়েছেন।
তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা দুঃশাসন কায়েম করেছেন এবং নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছেন। এখন কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতির দাবি তুললেও এ ব্যবস্থা বাংলাদেশের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
রিজভীর দাবি, ভারত কখনও এ ব্যবস্থা নেয়নি। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো গণতান্ত্রিক দেশেও পিআর পদ্ধতি নেই। তাই বাংলাদেশেও এটি গ্রহণযোগ্য নয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির কোষাধ্যক্ষ ও দেওয়ানগঞ্জ উপজেলা সভাপতি এম রশিদুজ্জামান মিল্লাত। আরও বক্তব্য রাখেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ড. মওদুদ হোসেন আলমগীর পাভেল, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, জেলা বিএনপি সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম ও সাধারণ সম্পাদক শাহ মো. ওয়ারেস আলী মামুন।
এর আগে রিজভী বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জে গণঅভ্যুত্থানে নিহত ও আহত পরিবারের হাতে আর্থিক সহায়তা এবং অটোরিকশা তুলে দেন।