1:15 am, Thursday, 28 August 2025

জুলাই সনদ কার্যকর হলে ফেব্রুয়ারিতেই নির্বাচনে প্রস্তুত এনসিপি: নাহিদ ইসলাম

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জুলাই সনদের আইনি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হলে ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচনে অংশ নিতে প্রস্তুত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এমন মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে চীন সফরে যাওয়ার আগে সাংবাদিকদের তিনি বলেন, সংস্কার পাশ কাটিয়ে গেলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে গণপরিষদ ও আইনসভা নির্বাচন চায় এনসিপি। সনদের আইনি ভিত্তি যত দ্রুত হবে, তত দ্রুত নির্বাচনের দিকে যাওয়া সম্ভব।

তিনি আরও জানান, চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে এনসিপির ৮ সদস্যের একটি প্রতিনিধি দল পাঁচ দিনের সফরে যাচ্ছে। এই সফরের উদ্দেশ্য দুই দলের রাজনৈতিক মিশন ও ভিশন বিনিময়, পাশাপাশি পারস্পরিক সম্পর্ক জোরদার করা।

নাহিদ ইসলাম বলেন, সফরের মাধ্যমে দুই দেশের সরকার ও জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে। এছাড়া প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও সাক্ষাৎ করার চেষ্টা করব।

Tag :

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

ইরান শর্তসাপেক্ষে পুনরায় পারমাণবিক আলোচনা শুরু করতে প্রস্তুত: আরাগচি

জুলাই সনদ কার্যকর হলে ফেব্রুয়ারিতেই নির্বাচনে প্রস্তুত এনসিপি: নাহিদ ইসলাম

Update Time : 10:07:30 pm, Wednesday, 27 August 2025

জুলাই সনদের আইনি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হলে ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচনে অংশ নিতে প্রস্তুত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এমন মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে চীন সফরে যাওয়ার আগে সাংবাদিকদের তিনি বলেন, সংস্কার পাশ কাটিয়ে গেলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে গণপরিষদ ও আইনসভা নির্বাচন চায় এনসিপি। সনদের আইনি ভিত্তি যত দ্রুত হবে, তত দ্রুত নির্বাচনের দিকে যাওয়া সম্ভব।

তিনি আরও জানান, চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে এনসিপির ৮ সদস্যের একটি প্রতিনিধি দল পাঁচ দিনের সফরে যাচ্ছে। এই সফরের উদ্দেশ্য দুই দলের রাজনৈতিক মিশন ও ভিশন বিনিময়, পাশাপাশি পারস্পরিক সম্পর্ক জোরদার করা।

নাহিদ ইসলাম বলেন, সফরের মাধ্যমে দুই দেশের সরকার ও জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে। এছাড়া প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও সাক্ষাৎ করার চেষ্টা করব।