12:27 am, Thursday, 28 August 2025

পাকিস্তানে বাঁধে বিস্ফোরণ, পানিতে তলিয়ে গেল কর্তারপুর সাহিব

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পাকিস্তানে ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবেলায় কর্তৃপক্ষ নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে চেনাব নদীর কাদিরাবাদ বাঁধের তীররক্ষা অংশ উড়িয়ে দিয়েছে। বুধবারের এই ঘটনায় পানিতে তলিয়ে যায় বিশ্বের অন্যতম শিখ ধর্মীয় পবিত্র স্থান কর্তারপুর সাহিব।

ভারতে প্রবল বর্ষণের প্রভাবে পাকিস্তানের পূর্বাঞ্চলের আন্তঃসীমান্ত নদী চেনাব, রাভি ও সুতলেজ নদীর পানির স্তর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। এর ফলে পাঞ্জাব প্রদেশজুড়ে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মাজহার হোসেন জানান, বাঁধের অবকাঠামো রক্ষার জন্য বাধ্য হয়েই এ পদক্ষেপ নিতে হয়েছে। “আমরা কাদিরাবাদ বাঁধের ডান পাশের তীররক্ষা ধ্বংস করে দিয়েছি, যাতে মূল বাঁধ বাঁচানো যায় এবং পানির চাপ কিছুটা হ্রাস পায়,” বলেন তিনি।

বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় পাঞ্জাবের নদীতীরবর্তী অঞ্চল থেকে লাখ লাখ মানুষ ও গবাদিপশু সরিয়ে নিতে সেনাবাহিনী কাজ করছে। পাকিস্তানের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক এই প্রদেশে বসবাস করায় বন্যার প্রভাব মারাত্মক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: এএফপি, গালফ নিউজ

Tag :

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

ইরান শর্তসাপেক্ষে পুনরায় পারমাণবিক আলোচনা শুরু করতে প্রস্তুত: আরাগচি

পাকিস্তানে বাঁধে বিস্ফোরণ, পানিতে তলিয়ে গেল কর্তারপুর সাহিব

Update Time : 09:54:22 pm, Wednesday, 27 August 2025

পাকিস্তানে ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবেলায় কর্তৃপক্ষ নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে চেনাব নদীর কাদিরাবাদ বাঁধের তীররক্ষা অংশ উড়িয়ে দিয়েছে। বুধবারের এই ঘটনায় পানিতে তলিয়ে যায় বিশ্বের অন্যতম শিখ ধর্মীয় পবিত্র স্থান কর্তারপুর সাহিব।

ভারতে প্রবল বর্ষণের প্রভাবে পাকিস্তানের পূর্বাঞ্চলের আন্তঃসীমান্ত নদী চেনাব, রাভি ও সুতলেজ নদীর পানির স্তর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। এর ফলে পাঞ্জাব প্রদেশজুড়ে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মাজহার হোসেন জানান, বাঁধের অবকাঠামো রক্ষার জন্য বাধ্য হয়েই এ পদক্ষেপ নিতে হয়েছে। “আমরা কাদিরাবাদ বাঁধের ডান পাশের তীররক্ষা ধ্বংস করে দিয়েছি, যাতে মূল বাঁধ বাঁচানো যায় এবং পানির চাপ কিছুটা হ্রাস পায়,” বলেন তিনি।

বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় পাঞ্জাবের নদীতীরবর্তী অঞ্চল থেকে লাখ লাখ মানুষ ও গবাদিপশু সরিয়ে নিতে সেনাবাহিনী কাজ করছে। পাকিস্তানের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক এই প্রদেশে বসবাস করায় বন্যার প্রভাব মারাত্মক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: এএফপি, গালফ নিউজ