12:19 am, Thursday, 28 August 2025

যুক্তরাষ্ট্রে মিনেসোটার স্কুলে ভয়াবহ বন্দুক হামলা, আহত অন্তত ২০

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

যুক্তরাষ্ট্রে আবারও স্কুলে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রাত সাড়ে ৭টার দিকে মিনেসোটার অ্যানানসিয়েশন ক্যাথলিক স্কুলে এ হামলা ঘটে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানিয়েছে সিবিএস নিউজ।

আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা সিএনএনকে জানিয়েছেন, সন্দেহভাজন হামলাকারী ঘটনাস্থলেই নিহত হয়েছে। হামলাকারী ছিলেন কালো পোশাক পরা এক ব্যক্তি, যার হাতে একটি রাইফেল ছিল। অন্য কোনো অস্ত্র ব্যবহারের তথ্য এখনো পাওয়া যায়নি।

মিনেসোটা অঙ্গরাজ্যের গভর্নর টিম ওয়ালজ এক বিবৃতিতে বলেন, আমি এ ঘটনার বিষয়ে অবহিত হয়েছি। পুলিশ, মিনেসোটা ব্যুরো অব ক্রিমিনাল অ্যাপ্রিহেনশন ও স্টেট প্যাট্রোল ঘটনাস্থলে কাজ করছে। আমাদের শিশু ও শিক্ষকদের প্রথম স্কুল সপ্তাহ এভাবে সহিংসতায় আক্রান্ত হওয়া অত্যন্ত মর্মান্তিক।

ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থা জানিয়েছে, হামলার পরপরই ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে হতাহতের সঠিক সংখ্যা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

ঘটনাস্থলে টহল জোরদার করেছে পুলিশ ও বিশেষ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি সেবা, চিকিৎসক দল ও অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

ইরান শর্তসাপেক্ষে পুনরায় পারমাণবিক আলোচনা শুরু করতে প্রস্তুত: আরাগচি

যুক্তরাষ্ট্রে মিনেসোটার স্কুলে ভয়াবহ বন্দুক হামলা, আহত অন্তত ২০

Update Time : 09:42:11 pm, Wednesday, 27 August 2025

যুক্তরাষ্ট্রে আবারও স্কুলে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রাত সাড়ে ৭টার দিকে মিনেসোটার অ্যানানসিয়েশন ক্যাথলিক স্কুলে এ হামলা ঘটে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানিয়েছে সিবিএস নিউজ।

আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা সিএনএনকে জানিয়েছেন, সন্দেহভাজন হামলাকারী ঘটনাস্থলেই নিহত হয়েছে। হামলাকারী ছিলেন কালো পোশাক পরা এক ব্যক্তি, যার হাতে একটি রাইফেল ছিল। অন্য কোনো অস্ত্র ব্যবহারের তথ্য এখনো পাওয়া যায়নি।

মিনেসোটা অঙ্গরাজ্যের গভর্নর টিম ওয়ালজ এক বিবৃতিতে বলেন, আমি এ ঘটনার বিষয়ে অবহিত হয়েছি। পুলিশ, মিনেসোটা ব্যুরো অব ক্রিমিনাল অ্যাপ্রিহেনশন ও স্টেট প্যাট্রোল ঘটনাস্থলে কাজ করছে। আমাদের শিশু ও শিক্ষকদের প্রথম স্কুল সপ্তাহ এভাবে সহিংসতায় আক্রান্ত হওয়া অত্যন্ত মর্মান্তিক।

ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থা জানিয়েছে, হামলার পরপরই ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে হতাহতের সঠিক সংখ্যা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

ঘটনাস্থলে টহল জোরদার করেছে পুলিশ ও বিশেষ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি সেবা, চিকিৎসক দল ও অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে।