হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ কোকেনসহ ধরা পড়েছেন গায়ানার এক নারী নাগরিক এস এম কারেন পিটুলা স্টাফলি। তার কাছ থেকে উদ্ধার হওয়া সাড়ে ৮ কেজি কোকেনের বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ।
বুধবার (২৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত ওই নারীকে ৫ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন। এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক মাজেদুল ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
ঘটনার সূত্রপাত দোহা থেকে আসা কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে। শুল্ক গোয়েন্দাদের কাছে গোপন তথ্য আসে যে ফ্লাইটটিতে থাকা একজন যাত্রী মাদক পাচারের সঙ্গে জড়িত থাকতে পারেন। সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাত আড়াইটায় বিমানবন্দরে অবতরণের পর ওই নারী যাত্রীকে নজরদারিতে রাখা হয়।
ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে তাকে ব্যাগেজসহ গ্রিন চ্যানেলে আনা হলে স্ক্যানিংয়ের সময় তার লাগেজে থাকা তিনটি প্লাস্টিকের জারে সন্দেহজনক কিছু ধরা পড়ে। তল্লাশি চালিয়ে জারের ভেতর থেকে ২২টি ডিম্বাকৃতির ফয়েল মোড়ানো প্যাকেট উদ্ধার করা হয়, যা পরীক্ষায় কোকেন হিসেবে শনাক্ত হয়। পরে তাকে আটক করা হয়।