তিন দফা দাবি বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে গঠিত অন্তর্বর্তী কমিটি প্রত্যাখ্যান করেছেন প্রকৌশল অধিকার আন্দোলনের শিক্ষার্থীরা। কমিটিতে নিজস্ব প্রতিনিধিত্ব না থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।
বুধবার (২৭ আগস্ট) বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রতিনিধি জুবায়ের আহমেদ এই ঘোষণা দেন। সেখানে তিনি শিক্ষার্থীদের পক্ষ থেকে নতুন করে পাঁচটি দাবি উত্থাপন করেন।
জুবায়ের আহমেদ বলেন, “আমাদের ওপর বর্বর হামলার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে জনসমক্ষে ক্ষমা চাইতে হবে এবং ঘটনার জবাবদিহি নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, “গঠিত কমিটিতে প্রকৌশল শিক্ষার্থীদের বা সংশ্লিষ্ট কোনো স্টেকহোল্ডারের প্রতিনিধিত্ব নেই। তাই আমরা এই কমিটিকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি।”
শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—
১. কমিটিকে পুনর্গঠন করে তাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও আন্দোলনকারী পক্ষের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা।
২. আগের তিন দফা দাবি মেনে নিয়ে দ্রুততম সময়ের মধ্যে নির্বাহী আদেশের মাধ্যমে প্রজ্ঞাপন জারি করা।
৩. উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান, আদিলুর রহমান ও সৈয়দ রিজওয়ানা হাসানকে অবিলম্বে দাবিগুলোর বাস্তবায়নের নিশ্চয়তা দিতে হবে।
৪. পুলিশের হামলায় আহত শিক্ষার্থীদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় রাষ্ট্রকে বহন করতে হবে।
৫. আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং হামলায় জড়িত পুলিশ সদস্যদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে চাকরিচ্যুত করতে হবে।