10:09 am, Wednesday, 27 August 2025

কাজী নজরুল গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার মূল প্রেরণা: রুহুল কবির রিজভী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, উন্নত ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার মূল প্রেরণা কাজী নজরুল ইসলাম। বুধবার (২৭ আগস্ট) সকালে তিনি সাংবাদিকদের এ মন্তব্য করেন।

রিজভী বলেন, “উন্নত ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার মূলমন্ত্র কাজী নজরুল ইসলামের চেতনা। জুলাই গণঅভ্যুত্থানসহ জাতীয় আন্দোলন-সংগ্রামে কবির অনুপ্রেরণা স্পষ্ট।” তিনি আরও বলেন, স্বৈরাচার সরকারের পতন হলেও দেশে এখনো পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। রমজানের আগে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে ১৫ বছরের বঞ্চিত মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা সম্ভব হবে।

রিজভী আরও বলেন, “কবির লেখা জাতির জন্য সবসময় প্রাসঙ্গিক। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে ২৪-এর গণঅভ্যুত্থান পর্যন্ত সবসময় কবির লেখা ছিল জনগণের আন্দোলনের মূল ভিত্তি।” তিনি উল্লেখ করেন, খালেদা জিয়া ও তারেক রহমান কবির চেতনাকে ধারণ করে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।

কবির সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রণালয়, নজরুল ইনস্টিটিউটসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন। অনুষ্ঠানে অংশ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিভিন্ন হলের শিক্ষার্থীরা। রাজধানীসহ সারাদেশে দিনব্যাপী নানা স্মরণোৎসব আয়োজন করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

আওয়ামী লীগ নির্যাতনকে সাংবিধানিক ক্ষমতা মনে করতো: আসিফ নজরুল

কাজী নজরুল গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার মূল প্রেরণা: রুহুল কবির রিজভী

Update Time : 09:42:54 am, Wednesday, 27 August 2025

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, উন্নত ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার মূল প্রেরণা কাজী নজরুল ইসলাম। বুধবার (২৭ আগস্ট) সকালে তিনি সাংবাদিকদের এ মন্তব্য করেন।

রিজভী বলেন, “উন্নত ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার মূলমন্ত্র কাজী নজরুল ইসলামের চেতনা। জুলাই গণঅভ্যুত্থানসহ জাতীয় আন্দোলন-সংগ্রামে কবির অনুপ্রেরণা স্পষ্ট।” তিনি আরও বলেন, স্বৈরাচার সরকারের পতন হলেও দেশে এখনো পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। রমজানের আগে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে ১৫ বছরের বঞ্চিত মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা সম্ভব হবে।

রিজভী আরও বলেন, “কবির লেখা জাতির জন্য সবসময় প্রাসঙ্গিক। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে ২৪-এর গণঅভ্যুত্থান পর্যন্ত সবসময় কবির লেখা ছিল জনগণের আন্দোলনের মূল ভিত্তি।” তিনি উল্লেখ করেন, খালেদা জিয়া ও তারেক রহমান কবির চেতনাকে ধারণ করে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।

কবির সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রণালয়, নজরুল ইনস্টিটিউটসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন। অনুষ্ঠানে অংশ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিভিন্ন হলের শিক্ষার্থীরা। রাজধানীসহ সারাদেশে দিনব্যাপী নানা স্মরণোৎসব আয়োজন করা হয়েছে।