3:52 pm, Wednesday, 27 August 2025

 ইসরায়েলের সঙ্গে আব্রাহাম চুক্তিতে যোগদানের সম্ভাবনা নাকচ করল সিরিয়া

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য আব্রাহাম চুক্তিতে যোগদানের সম্ভাবনা পুরোপুরি নাকচ করেছেন। সৌদি ম্যাগাজিন আল-মাজাল্লার সঙ্গে সাক্ষাতকারে আল-শারা বলেন, সিরিয়ার সংঘাত অন্যান্য আরব রাষ্ট্রের সঙ্গে মৌলিকভাবে ভিন্ন। আব্রাহাম চুক্তি সেই সব রাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত হয়েছিল, যাদের কোনো দখলকৃত জমি বা সরাসরি সংঘাত ছিল না। সিরিয়ার গোলান হাইটস এখনো ইসরাইলের দখলে রয়েছে, তাই এই মুহূর্তে সম্পর্ক স্বাভাবিক করার পরিকল্পনা নেই।

আব্রাহাম চুক্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ২০২০ সালে স্বাক্ষরিত হয়। চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কোর সঙ্গে ইসরাইলের সম্পর্ক স্বাভাবিক করা হয়।

আল-শারা আরও বলেন, বর্তমানে দামেস্কের অগ্রাধিকার হলো ১৯৭৪ সালের জাতিসংঘ মধ্যস্থতায় দক্ষিণ সিরিয়াকে স্থিতিশীল করা। তিনি জানান, আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে অংশগ্রহণ করবেন, যা ১৯৬৭ সালের পর এই সম্মেলনে অংশ নেওয়া প্রথম সিরিয়ার প্রেসিডেন্টের পদক্ষেপ।

প্রেসিডেন্ট আল-শারা মনে করিয়ে দেন, সিরিয়া এখন ধীরে ধীরে আন্তর্জাতিক কূটনীতিতে ফিরে আসছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র, তুরস্ক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সিরিয়ার সম্পর্ক উল্লেখযোগ্যভাবে উন্নতি করেছে।

উল্লেখ্য, গত মে মাসে সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়াকে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান করেছিলেন। তবে সিরিয়ার অবস্থান এখনও পরিবর্তন হয়নি।

Tag :

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

আওয়ামী লীগ নির্যাতনকে সাংবিধানিক ক্ষমতা মনে করতো: আসিফ নজরুল

 ইসরায়েলের সঙ্গে আব্রাহাম চুক্তিতে যোগদানের সম্ভাবনা নাকচ করল সিরিয়া

Update Time : 09:38:39 am, Wednesday, 27 August 2025

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য আব্রাহাম চুক্তিতে যোগদানের সম্ভাবনা পুরোপুরি নাকচ করেছেন। সৌদি ম্যাগাজিন আল-মাজাল্লার সঙ্গে সাক্ষাতকারে আল-শারা বলেন, সিরিয়ার সংঘাত অন্যান্য আরব রাষ্ট্রের সঙ্গে মৌলিকভাবে ভিন্ন। আব্রাহাম চুক্তি সেই সব রাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত হয়েছিল, যাদের কোনো দখলকৃত জমি বা সরাসরি সংঘাত ছিল না। সিরিয়ার গোলান হাইটস এখনো ইসরাইলের দখলে রয়েছে, তাই এই মুহূর্তে সম্পর্ক স্বাভাবিক করার পরিকল্পনা নেই।

আব্রাহাম চুক্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ২০২০ সালে স্বাক্ষরিত হয়। চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কোর সঙ্গে ইসরাইলের সম্পর্ক স্বাভাবিক করা হয়।

আল-শারা আরও বলেন, বর্তমানে দামেস্কের অগ্রাধিকার হলো ১৯৭৪ সালের জাতিসংঘ মধ্যস্থতায় দক্ষিণ সিরিয়াকে স্থিতিশীল করা। তিনি জানান, আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে অংশগ্রহণ করবেন, যা ১৯৬৭ সালের পর এই সম্মেলনে অংশ নেওয়া প্রথম সিরিয়ার প্রেসিডেন্টের পদক্ষেপ।

প্রেসিডেন্ট আল-শারা মনে করিয়ে দেন, সিরিয়া এখন ধীরে ধীরে আন্তর্জাতিক কূটনীতিতে ফিরে আসছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র, তুরস্ক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সিরিয়ার সম্পর্ক উল্লেখযোগ্যভাবে উন্নতি করেছে।

উল্লেখ্য, গত মে মাসে সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়াকে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান করেছিলেন। তবে সিরিয়ার অবস্থান এখনও পরিবর্তন হয়নি।