দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তারের পর একে একে বের হতে শুরু করেছে তার ‘অপকর্মের’ গল্প। এবার মুখ খুললেন তার এক সময়ের ঘনিষ্ঠ বন্ধু ও ইউটিউবার তানভীর রাহী। এক ভিডিও সাক্ষাৎকারে আফ্রিদির ভয়ংকর সব আচরণের কথা তুলে ধরেছেন তিনি।
রাহী বলেন, ক্যামেরার সামনে তৌহিদ আফ্রিদি যেভাবে ‘ভালো মানুষ’ সেজে থাকেন, বাস্তব জীবনে সে একেবারে উল্টো। রাহীর ভাষায়, “ক্যামেরার বাইরে আফ্রিদি একেবারে ভয়ংকর! ইউটিউবের অনেকেই তাকে বাঘের মতো ভয় পায়। আমিও অনেকবার ব্ল্যাকমেইলের শিকার হয়েছি।”
আন্দোলনের সময়কার অভিজ্ঞতা তুলে ধরে রাহী জানান, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যখন আমরা তার বিরুদ্ধে কথা বলি, তখন সে এতটাই রেগে যেত যে আমাদের বেল্ট দিয়ে মারত! যেন আমরা মানুষ না, আফ্রিদির পোষা কুকুর!”
তানভীর রাহী দাবি করেন, আফ্রিদি তার প্রভাব দেখাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বা রাজনৈতিক নেতাদের দিয়ে কনটেন্ট ক্রিয়েটরদের ফোন করাতেন। একবার তাকে ভয় দেখানোর জন্য ফোনে দেশের একজন পরিচিত রাজনৈতিক ব্যক্তির সঙ্গেও কথা বলিয়ে দেন আফ্রিদি।
রাহী বলেন, “এক রাতে হঠাৎ ভিডিও কল দেয়। বলে, তোকে কারো সঙ্গে কথা বলাব। বলল, তিনি শিগগিরই দেশের বড় মাপের কেউ হবেন। পরে দেখি ভিপি নূর। কল শেষ করে আফ্রিদি বলে, বুঝছিস আমার অবস্থানটা? সাবধানে থাকিস।”
৫ আগস্টের ঘটনার পরও আফ্রিদি দেশে ছিলেন এবং স্বাভাবিকভাবেই চলাফেরা করছিলেন বলে দাবি রাহীর। তার মতে, “আফ্রিদির ভেতরে মনুষ্যত্ব নেই, সবসময় প্রতিশোধের চিন্তা করে। কাকে ধরবে, কাকে মারবে—এই নিয়েই তার মাথা খারাপ। আল্লাহর কাছে বিচার আছে।”
উল্লেখ্য, রোববার (২৪ আগস্ট) রাতে বরিশালের বাংলাবাজার এলাকা থেকে সিআইডির অভিযানে গ্রেপ্তার হন তৌহিদ আফ্রিদি। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়ের করা যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পরদিন আদালত তাকে ৫ দিনের রিমান্ডে পাঠায়।