10:24 pm, Wednesday, 27 August 2025

মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযান, অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ১১

মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযান, অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ১১। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র উদ্ধার এবং ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৯টা থেকে এই অভিযান শুরু হয় বলে জানান মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা।

সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, দুপুর আনুমানিক ২টার দিকে গোয়েন্দা তৎপরতার সময় কুখ্যাত সন্ত্রাসী ‘বুনিয়া সোহেল’ ও তার সহযোগীরা এক গোয়েন্দা সদস্যের ওপর হামলা চালায়। এতে ওই কর্মকর্তা মাথায় গুরুতর আঘাত পান। পরে সেনা টহলদল দ্রুত গিয়ে তাকে উদ্ধার করে এবং অভিযানে অংশ নেয়।

প্রথম দফার অভিযানে ছয়জনকে আটক করা হয়। এরপর রাত আটটার দিকে দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ৫,৬৬০ পিস ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা, তিনটি সামুরাই, দুটি চাপাতি এবং মাদক বিক্রির নগদ ৪৫ হাজার টাকা। এ সময় আরও চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে মাদক কারবারে জড়িত চারজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। আর হামলার সঙ্গে যুক্ত সাতজনকে জিজ্ঞাসাবাদ শেষে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হবে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে উল্লেখযোগ্য হলো মিঠুন (৩২), ইমরান (২৫), বাবু (২৮), মিজানুর (৩১), সুজন (২৬), দিপু (২৭), সাকিব (২২), রবিন (২৬), মাসুম (২৬), রমজান (১৬) এবং শেখ গোলাম জেলানি (৬৮), যিনি মোহাম্মদপুর থানার স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

হাসিনাও এখন তত্ত্বাবধায়ক সরকার চান, ভূতের মুখে রাম নাম: অ্যাটর্নি জেনারেল

মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযান, অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ১১

Update Time : 08:50:23 am, Wednesday, 27 August 2025

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র উদ্ধার এবং ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৯টা থেকে এই অভিযান শুরু হয় বলে জানান মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা।

সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, দুপুর আনুমানিক ২টার দিকে গোয়েন্দা তৎপরতার সময় কুখ্যাত সন্ত্রাসী ‘বুনিয়া সোহেল’ ও তার সহযোগীরা এক গোয়েন্দা সদস্যের ওপর হামলা চালায়। এতে ওই কর্মকর্তা মাথায় গুরুতর আঘাত পান। পরে সেনা টহলদল দ্রুত গিয়ে তাকে উদ্ধার করে এবং অভিযানে অংশ নেয়।

প্রথম দফার অভিযানে ছয়জনকে আটক করা হয়। এরপর রাত আটটার দিকে দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ৫,৬৬০ পিস ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা, তিনটি সামুরাই, দুটি চাপাতি এবং মাদক বিক্রির নগদ ৪৫ হাজার টাকা। এ সময় আরও চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে মাদক কারবারে জড়িত চারজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। আর হামলার সঙ্গে যুক্ত সাতজনকে জিজ্ঞাসাবাদ শেষে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হবে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে উল্লেখযোগ্য হলো মিঠুন (৩২), ইমরান (২৫), বাবু (২৮), মিজানুর (৩১), সুজন (২৬), দিপু (২৭), সাকিব (২২), রবিন (২৬), মাসুম (২৬), রমজান (১৬) এবং শেখ গোলাম জেলানি (৬৮), যিনি মোহাম্মদপুর থানার স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি।