জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, বিএনপির সহ–আন্তর্জাতিক সম্পাদক রুমিন ফারহানাকে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিতভাবে বুলিং করা হচ্ছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘মায়ের ডাক’-এর উদ্যোগে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
প্রধান বক্তব্য
হাসনাত আবদুল্লাহ বলেন, দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা রুমিন ফারহানাকে সামাজিক যোগাযোগমাধ্যমে বাজে মন্তব্য ও কুৎসার মাধ্যমে সাইবার বুলিং করা হচ্ছে। মতপার্থক্য থাকা স্বাভাবিক, কিন্তু কোনো নারীর প্রতি আক্রমণ কখনোই সমর্থনযোগ্য নয়।
তিনি আরও বলেন, কুৎসা, ব্যক্তিগত চরিত্রহনন ও ভিন্নমতের প্রতি সহিংস আচরণ গণতন্ত্রের শত্রু। এই ধরনের বিভেদ ক্ষমতাসীন আওয়ামী লীগেরই কাজে লাগবে।
হাসনাত নির্বাচনের প্রসঙ্গে উল্লেখ করেন, ‘নির্বাচনের সময় নয়, মূল লক্ষ্য হওয়া উচিত নির্বাচন ব্যবস্থার সংস্কার ও আইনি কাঠামোর বাস্তবায়ন।
প্রেক্ষাপট
* রুমিন ফারহানার সামাজিকমাধ্যমে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে এ ধরনের আক্রমণ এবং বিতর্ক সৃষ্টি হয়েছে।
* এনসিপি নেতার মতে, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে পারস্পরিক বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে এগোতে হবে।
* আলোকচিত্র প্রদর্শনীতে গুম হওয়া ব্যক্তিদের স্মরণ এবং তাদের পরিবারের কষ্টের প্রতিফলন তুলে ধরা হয়েছে।