11:21 pm, Tuesday, 26 August 2025

জিয়াউর রহমানের মাজারে ডাক্তার সাবরিনা, যুবদল সভাপতির তীব্র ক্ষোভ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের সমাধিতে বিতর্কিত চিকিৎসক ডা. সাবরিনা শারমিন হোসেনকে শ্রদ্ধা জানাতে দেখা গেছে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।

সোমবার (২৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেন,

বিতর্কিত ডাক্তার সাবরিনা করোনার সার্টিফিকেট জালিয়াতি মামলায় অপরাধী। মহিলা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে যাওয়ার সাহস পেল কোথা থেকে? তাকে যারা নিয়ে গেছে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেয়া হোক।

সাবরিনার বিরুদ্ধে অভিযোগসমূহ

ডা. সাবরিনা শারমিন হোসেন ও তার স্বামী আরিফুল চৌধুরীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে—

* জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চাকরিরত অবস্থায় কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই নিজেকে জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান পরিচয় দেন।
* অনুমোদন নিয়ে কোভিড-১৯ নমুনা বিনামূল্যে সংগ্রহ করার কথা থাকলেও তাদের নির্দেশে কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে **৫–৮ হাজার টাকা নিয়ে ভুয়া রিপোর্ট দেয়।**
* এভাবে প্রায় ১৫ হাজার ৪৬০টি ভুয়া রিপোর্ট তৈরি করা হয়।
* লকডাউনের তিন মাসে তাদের ওভাল গ্রুপসহ বিভিন্ন অ্যাকাউন্টে ১ কোটি ১৬ লাখ টাকার বেশি জমা হয়, যা দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্তে প্রমাণিত।
* এছাড়া, তথ্য গোপন করে দুটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির অভিযোগও রয়েছে, যেখানে ভিন্ন জন্মতারিখ ও ভিন্ন স্বামীর নাম ব্যবহার করা হয়।

রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া

ডা. সাবরিনার মাজারে উপস্থিতি নিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে সমালোচনা চলছে। যুবদল সভাপতির মতে, যারা তাকে নিয়ে গিয়েছে, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ জরুরি।

Tag :

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

চিয়া সিড: যে চার ধরনের মানুষের জন্য বিপজ্জনক হতে পারে

জিয়াউর রহমানের মাজারে ডাক্তার সাবরিনা, যুবদল সভাপতির তীব্র ক্ষোভ

Update Time : 08:59:03 pm, Tuesday, 26 August 2025

বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের সমাধিতে বিতর্কিত চিকিৎসক ডা. সাবরিনা শারমিন হোসেনকে শ্রদ্ধা জানাতে দেখা গেছে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।

সোমবার (২৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেন,

বিতর্কিত ডাক্তার সাবরিনা করোনার সার্টিফিকেট জালিয়াতি মামলায় অপরাধী। মহিলা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে যাওয়ার সাহস পেল কোথা থেকে? তাকে যারা নিয়ে গেছে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেয়া হোক।

সাবরিনার বিরুদ্ধে অভিযোগসমূহ

ডা. সাবরিনা শারমিন হোসেন ও তার স্বামী আরিফুল চৌধুরীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে—

* জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চাকরিরত অবস্থায় কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই নিজেকে জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান পরিচয় দেন।
* অনুমোদন নিয়ে কোভিড-১৯ নমুনা বিনামূল্যে সংগ্রহ করার কথা থাকলেও তাদের নির্দেশে কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে **৫–৮ হাজার টাকা নিয়ে ভুয়া রিপোর্ট দেয়।**
* এভাবে প্রায় ১৫ হাজার ৪৬০টি ভুয়া রিপোর্ট তৈরি করা হয়।
* লকডাউনের তিন মাসে তাদের ওভাল গ্রুপসহ বিভিন্ন অ্যাকাউন্টে ১ কোটি ১৬ লাখ টাকার বেশি জমা হয়, যা দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্তে প্রমাণিত।
* এছাড়া, তথ্য গোপন করে দুটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির অভিযোগও রয়েছে, যেখানে ভিন্ন জন্মতারিখ ও ভিন্ন স্বামীর নাম ব্যবহার করা হয়।

রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া

ডা. সাবরিনার মাজারে উপস্থিতি নিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে সমালোচনা চলছে। যুবদল সভাপতির মতে, যারা তাকে নিয়ে গিয়েছে, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ জরুরি।