11:16 pm, Tuesday, 26 August 2025
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি ইরানের | ইরান-অস্ট্রেলিয়া কূটনৈতিক উত্তেজনা

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি দিল ইরান

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

অস্ট্রেলিয়ার ক্যানবেরায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে বহিষ্কারের জেরে পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে ইরান।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়া ইরানের বিরুদ্ধে ইহুদি সম্প্রদায়ের ওপর হামলার অভিযোগ তুলেছে।

মঙ্গলবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই এ অভিযোগ প্রত্যাখ্যান করেন। তিনি বলেন,

> কূটনৈতিক পর্যায়ে যেকোনও অনুপযুক্ত ও অযৌক্তিক পদক্ষেপের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও দাবি করেন, অস্ট্রেলিয়ার এই পদক্ষেপ মূলত তাদের অভ্যন্তরীণ কিছু ঘটনার প্রভাবে নেওয়া হয়েছে। এর মধ্যে সপ্তাহান্তে গাজায় ইসরায়েলের যুদ্ধবিরোধী আন্দোলন অন্যতম, যা ছিল অস্ট্রেলিয়ার ইতিহাসের সবচেয়ে বড় ফিলিস্তিনপন্থী বিক্ষোভ।

ইরানের অভিযোগ

ইসমাইল বাঘেই বলেন, অস্ট্রেলিয়া যে ইহুদিবাদী শাসনব্যবস্থার (ইসরায়েল) ওপর সীমিত সমালোচনা করেছে, তার ক্ষতিপূরণ হিসেবেই ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হয়েছে।

অস্ট্রেলিয়ার অভিযোগ

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ দাবি করেছেন, গত অক্টোবরে সিডনির একটি ক্যাফেতে অগ্নিসংযোগের পেছনে ইরানের হাত ছিল। এছাড়া গত ডিসেম্বরে মেলবোর্নে হামলার জন্যও ইরানকে দায়ী করেন তিনি। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দ্বিপাক্ষিক উত্তেজনা

আল জাজিরার সাংবাদিক তোহিদ আসাদি জানিয়েছেন, অস্ট্রেলিয়ার সাম্প্রতিক আচরণকে ইরান শত্রুতার ধারাবাহিকতা হিসেবে দেখছে। ইরান ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার ওপর কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে। অপরদিকে, ২০২৪ সালে ইসরায়েলের ভূখণ্ডে ইরানের প্রতিশোধমূলক হামলার পর অস্ট্রেলিয়া দেশটির বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞা আরোপ করে।

Tag :

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

ইসরায়েল গাজার শান্তি চুক্তিতে আগ্রহী নয়: কাতারের দাবি

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি ইরানের | ইরান-অস্ট্রেলিয়া কূটনৈতিক উত্তেজনা

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি দিল ইরান

Update Time : 08:47:44 pm, Tuesday, 26 August 2025

অস্ট্রেলিয়ার ক্যানবেরায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে বহিষ্কারের জেরে পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে ইরান।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়া ইরানের বিরুদ্ধে ইহুদি সম্প্রদায়ের ওপর হামলার অভিযোগ তুলেছে।

মঙ্গলবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই এ অভিযোগ প্রত্যাখ্যান করেন। তিনি বলেন,

> কূটনৈতিক পর্যায়ে যেকোনও অনুপযুক্ত ও অযৌক্তিক পদক্ষেপের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও দাবি করেন, অস্ট্রেলিয়ার এই পদক্ষেপ মূলত তাদের অভ্যন্তরীণ কিছু ঘটনার প্রভাবে নেওয়া হয়েছে। এর মধ্যে সপ্তাহান্তে গাজায় ইসরায়েলের যুদ্ধবিরোধী আন্দোলন অন্যতম, যা ছিল অস্ট্রেলিয়ার ইতিহাসের সবচেয়ে বড় ফিলিস্তিনপন্থী বিক্ষোভ।

ইরানের অভিযোগ

ইসমাইল বাঘেই বলেন, অস্ট্রেলিয়া যে ইহুদিবাদী শাসনব্যবস্থার (ইসরায়েল) ওপর সীমিত সমালোচনা করেছে, তার ক্ষতিপূরণ হিসেবেই ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হয়েছে।

অস্ট্রেলিয়ার অভিযোগ

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ দাবি করেছেন, গত অক্টোবরে সিডনির একটি ক্যাফেতে অগ্নিসংযোগের পেছনে ইরানের হাত ছিল। এছাড়া গত ডিসেম্বরে মেলবোর্নে হামলার জন্যও ইরানকে দায়ী করেন তিনি। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দ্বিপাক্ষিক উত্তেজনা

আল জাজিরার সাংবাদিক তোহিদ আসাদি জানিয়েছেন, অস্ট্রেলিয়ার সাম্প্রতিক আচরণকে ইরান শত্রুতার ধারাবাহিকতা হিসেবে দেখছে। ইরান ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার ওপর কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে। অপরদিকে, ২০২৪ সালে ইসরায়েলের ভূখণ্ডে ইরানের প্রতিশোধমূলক হামলার পর অস্ট্রেলিয়া দেশটির বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞা আরোপ করে।