মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের স্বল্পস্থায়ী যুদ্ধে সাতটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল। একই সঙ্গে তিনি দাবি করেছেন, সম্ভাব্য পারমাণবিক সংঘাত ঠেকাতে তিনি সরাসরি ভূমিকা রেখেছিলেন।
মঙ্গলবার (২৬ আগস্ট) পাকিস্তানি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন এবং ভারতীয় হিন্দুস্তান টাইমস জানায়, হোয়াইট হাউসে আয়োজিত সংবাদ সম্মেলনে ট্রাম্প এই মন্তব্য করেন। তিনি বলেন, সেই সময়ে দক্ষিণ এশিয়ার পরিস্থিতি ছিল অত্যন্ত উত্তাল। তবে কোন দেশের কতটি বিমান ভূপাতিত হয়েছিল, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাননি।
ট্রাম্প বলেন
ভারত ও পাকিস্তানের যুদ্ধটা দ্রুতই পারমাণবিক সংঘাতে গড়াচ্ছিল। এ সময় সাতটি যুদ্ধবিমান গুলি করে নামানো হয়। তখন আমি দুই দেশকে বলেছিলাম—তোমরা কি লড়াই করবে, না কি বাণিজ্য করবে? যদি যুদ্ধ চালাও, তবে কোনো বাণিজ্য হবে না। আমি ২৪ ঘণ্টার সময় দিয়েছিলাম মীমাংসার জন্য। এরপর তারা জানাল, যুদ্ধ শেষ।
নিজের ভূমিকা ব্যাখ্যা করে তিনি জানান, শুল্ক ও বাণিজ্যিক চাপ প্রয়োগ করেই তিনি দুই দেশকে যুদ্ধবিরতিতে বাধ্য করেছিলেন। তার ভাষায়,
আমার হাতে শুল্ক ও বাণিজ্যের হাতিয়ার ছিল। আমি স্পষ্ট জানিয়ে দিয়েছিলাম, যদি লড়াই চালাও, আমি শতভাগ শুল্ক আরোপ করব। এরপরই উভয়পক্ষ পিছু হটে।
হোয়াইট হাউসের দাবি
হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্পের মধ্যস্থতার মাধ্যমেই ১০ মে যুদ্ধবিরতি কার্যকর হয়। এক দীর্ঘ রাতের আলোচনার পর ওয়াশিংটন এ ঘোষণা দেয়। এরপর থেকে মার্কিন প্রেসিডেন্ট বারবার দাবি করেছেন, ভারত-পাকিস্তানের উত্তেজনা প্রশমনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
ভারতীয় পক্ষের প্রতিক্রিয়া
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, গত জুনে ইন্দোনেশিয়ায় আয়োজিত এক সেমিনারে ভারতের প্রতিরক্ষা অ্যাটাশে ক্যাপ্টেন শিব কুমার স্বীকার করেন, ৭ মে রাতে পাকিস্তানে বেসামরিক স্থাপনায় হামলার পর ভারতীয় বিমানবাহিনী কিছু বিমান হারিয়েছে। তার এই মন্তব্য পরবর্তীতে বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।