9:40 pm, Tuesday, 26 August 2025
মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের ৩৭% বাংলাদেশি

মালয়েশিয়ায় বিদেশি শ্রমশক্তির ৩৭ শতাংশই বাংলাদেশি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মালয়েশিয়ায় মোট বিদেশি শ্রমশক্তির ৩৭ শতাংশই বাংলাদেশি। চলতি বছরের জুন পর্যন্ত দেশটিতে কাজের অনুমতি পেয়েছেন ৮ লাখেরও বেশি বাংলাদেশি নাগরিক।

সোমবার (২৫ আগস্ট) মালয়েশিয়ার সংসদে বিদেশি শ্রমিক সংখ্যা নিয়ে প্রশ্ন তোলেন সংসদ সদস্য হাসান করিম। এর জবাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য প্রকাশ করে।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী, জুন পর্যন্ত ৮ লাখ ৩ হাজার ৩৩২ বাংলাদেশি অস্থায়ী অনুমতিপত্র নিয়ে কাজ করছেন। যা দেশটির মোট বিদেশি শ্রমশক্তির সবচেয়ে বড় অংশ—৩৭ শতাংশ। বর্তমানে মালয়েশিয়ায় স্বল্পদক্ষ শ্রমিক হিসেবে সবচেয়ে বেশি কর্মী এসেছে বাংলাদেশ থেকে।

শ্রমবাজার উন্মুক্ত হওয়ার পর প্রবেশ

করোনা মহামারির পর ২০২২ সালে শ্রমবাজার উন্মুক্ত হলে দেশটিতে যান ৪৯ হাজার ৩৫৩ বাংলাদেশি। আর ২০২৩ সালে বিদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়া সহজ করায় নতুন করে প্রবেশ করেন আরও ৩ লাখ ৯৭ হাজার ৫৪৮ বাংলাদেশি কর্মী।

ফেরত পাঠানো ও আটক

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২২ সালে ২০ হাজার ৩৩১ এবং ২০২৩ সালে ২৩ হাজার ৬৫ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়। এছাড়া অনুমতিপত্রের মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করায় ৭৯০ জন বাংলাদেশিকে আটক করেছে মালয়েশিয়ার কর্তৃপক্ষ।

Tag :

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

মেট্রোরেল স্টেশনে ব্যবসার সুযোগ, যেভাবে করবেন আবেদন

মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের ৩৭% বাংলাদেশি

মালয়েশিয়ায় বিদেশি শ্রমশক্তির ৩৭ শতাংশই বাংলাদেশি

Update Time : 08:28:57 pm, Tuesday, 26 August 2025

মালয়েশিয়ায় মোট বিদেশি শ্রমশক্তির ৩৭ শতাংশই বাংলাদেশি। চলতি বছরের জুন পর্যন্ত দেশটিতে কাজের অনুমতি পেয়েছেন ৮ লাখেরও বেশি বাংলাদেশি নাগরিক।

সোমবার (২৫ আগস্ট) মালয়েশিয়ার সংসদে বিদেশি শ্রমিক সংখ্যা নিয়ে প্রশ্ন তোলেন সংসদ সদস্য হাসান করিম। এর জবাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য প্রকাশ করে।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী, জুন পর্যন্ত ৮ লাখ ৩ হাজার ৩৩২ বাংলাদেশি অস্থায়ী অনুমতিপত্র নিয়ে কাজ করছেন। যা দেশটির মোট বিদেশি শ্রমশক্তির সবচেয়ে বড় অংশ—৩৭ শতাংশ। বর্তমানে মালয়েশিয়ায় স্বল্পদক্ষ শ্রমিক হিসেবে সবচেয়ে বেশি কর্মী এসেছে বাংলাদেশ থেকে।

শ্রমবাজার উন্মুক্ত হওয়ার পর প্রবেশ

করোনা মহামারির পর ২০২২ সালে শ্রমবাজার উন্মুক্ত হলে দেশটিতে যান ৪৯ হাজার ৩৫৩ বাংলাদেশি। আর ২০২৩ সালে বিদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়া সহজ করায় নতুন করে প্রবেশ করেন আরও ৩ লাখ ৯৭ হাজার ৫৪৮ বাংলাদেশি কর্মী।

ফেরত পাঠানো ও আটক

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২২ সালে ২০ হাজার ৩৩১ এবং ২০২৩ সালে ২৩ হাজার ৬৫ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়। এছাড়া অনুমতিপত্রের মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করায় ৭৯০ জন বাংলাদেশিকে আটক করেছে মালয়েশিয়ার কর্তৃপক্ষ।