11:46 pm, Tuesday, 26 August 2025
বিএনপি উপদেষ্টা ফজলুর রহমানের দলীয় পদ তিন মাসের জন্য স্থগিত

বিএনপির উপদেষ্টা ফজলুর রহমানের দলীয় সব পদ তিন মাসের জন্য স্থগিত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

শোকজের জবাব অসন্তোষজনক হওয়ায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের দলীয় সব পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, গত ২৪ আগস্ট ফজলুর রহমানের নামে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। তবে তিনি লিখিত জবাব না দিয়ে সময় বর্ধিত করার আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে সোমবার আরও ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়। কিন্তু মঙ্গলবার যে জবাব তিনি জমা দেন, তা সন্তোষজনক হয়নি বলে জানিয়েছে দলটি।

ফলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা না নিয়ে বীর মুক্তিযোদ্ধা হিসেবে তার অবদান বিবেচনা করে তিন মাসের জন্য ফজলুর রহমানের প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, এখন থেকে তিনি টকশো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দেওয়ার সময় দেশের মর্যাদা, দলের নীতিমালা ও জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে—এ বিষয়ে সর্বদা সতর্ক থাকতে হবে।

Tag :

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন: ঘরে যত্ন ও প্রতিকার

বিএনপি উপদেষ্টা ফজলুর রহমানের দলীয় পদ তিন মাসের জন্য স্থগিত

বিএনপির উপদেষ্টা ফজলুর রহমানের দলীয় সব পদ তিন মাসের জন্য স্থগিত

Update Time : 08:17:51 pm, Tuesday, 26 August 2025

শোকজের জবাব অসন্তোষজনক হওয়ায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের দলীয় সব পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, গত ২৪ আগস্ট ফজলুর রহমানের নামে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। তবে তিনি লিখিত জবাব না দিয়ে সময় বর্ধিত করার আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে সোমবার আরও ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়। কিন্তু মঙ্গলবার যে জবাব তিনি জমা দেন, তা সন্তোষজনক হয়নি বলে জানিয়েছে দলটি।

ফলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা না নিয়ে বীর মুক্তিযোদ্ধা হিসেবে তার অবদান বিবেচনা করে তিন মাসের জন্য ফজলুর রহমানের প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, এখন থেকে তিনি টকশো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দেওয়ার সময় দেশের মর্যাদা, দলের নীতিমালা ও জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে—এ বিষয়ে সর্বদা সতর্ক থাকতে হবে।