তিন দফা দাবির প্রেক্ষিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন প্রকৌশল শিক্ষার্থীরা। তারা ঘোষণা দিয়েছেন, রাত ৮টার মধ্যে অন্তর্বর্তী সরকার সমস্যার সমাধানে না বসলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকাল ৩টা থেকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ শুরু করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং বেশ কয়েকটি বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো—
১. ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ লিখতে না দেওয়া।
২. কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা।
৩. দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের অগ্রাধিকার নিশ্চিত করা।
অবরোধ চলাকালে প্রকৌশল অধিকার আন্দোলনের সহ-সভাপতি শাকিল আহমেদ বলেন, “আমরা আল্টিমেটাম দিচ্ছি, রাত ৮টার মধ্যে আমাদের সঙ্গে বসে সমাধান করতে হবে। নইলে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। ছয় মাস ধরে দাবি জানালেও সরকার কোনো পদক্ষেপ নেয়নি।”
প্রকৌশল অধিকার আন্দোলনের সভাপতি ওয়ালি উল্লাহ বলেন, “ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে সরকার। সারা দিন সচিবালয়ে থেকেও কারও সঙ্গে বসতে পারিনি। তাই বাধ্য হয়ে শাহবাগ অবরোধ করেছি।”
সংবাদ সম্মেলনে শাকিল আহমেদ আরও জানান, রংপুরে প্রকৌশলী রোকনকে আটকে রেখে হত্যার হুমকি দেওয়া হয়েছে। হুমকিদাতাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবিও করেন তিনি।
অবরোধের কারণে রাজধানীর শাহবাগসহ আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। অফিস শেষে ঘরমুখী সাধারণ মানুষকে পড়তে হয় চরম ভোগান্তিতে।