11:57 pm, Tuesday, 26 August 2025
জামায়াতের সঙ্গে বিএনপির জোট হবে না: সালাহউদ্দিন আহমদ

 জামায়াতের সঙ্গে বিএনপির জোট হওয়ার সম্ভাবনা নেই: সালাহউদ্দিন আহমদ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জামায়াতে ইসলামীর সঙ্গে জোটের কোনো সম্ভাবনা নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “আমরা ইসলামি মূল্যবোধে বিশ্বাস করি। বেশ কয়েকটি ইসলামি দলের সঙ্গে আলোচনা চলছে। তবে জামায়াতের সঙ্গে জোটের সম্ভাবনা নেই।”

সালাহউদ্দিন আহমদ জানান, ২০২৬ সালের ফেব্রুয়ারির শুরুতেই জাতীয় নির্বাচন হবে। এ নিয়ে নির্বাচন কমিশন, সরকার বা বিএনপির কোনো শঙ্কা নেই।

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, “এমন কোনো প্রস্তাব গ্রহণ করা হবে না, যা আদালতে প্রশ্নবিদ্ধ হতে পারে। শেষ পর্যন্ত সংসদের মাধ্যমেই এটি বাস্তবায়ন হবে।”

নির্বাচন বয়কট প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, “কোনো দল নির্বাচনে অংশ নেবে কি নেবে না, সেটি তাদের সিদ্ধান্ত। তবে যারা নির্বাচন বয়কট করবে, তারাই মাইনাস হয়ে যাবে। আশা করি, সেই ঝুঁকি কেউ নেবে না।”

প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা ভূমিকা রেখেছেন তাদেরকেই গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি। পাশাপাশি মেধাভিত্তিক রাজনীতিকে অগ্রাধিকার দেওয়া হবে বলেও উল্লেখ করেন সালাহউদ্দিন আহমদ।

Tag :

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন: ঘরে যত্ন ও প্রতিকার

জামায়াতের সঙ্গে বিএনপির জোট হবে না: সালাহউদ্দিন আহমদ

 জামায়াতের সঙ্গে বিএনপির জোট হওয়ার সম্ভাবনা নেই: সালাহউদ্দিন আহমদ

Update Time : 08:08:05 pm, Tuesday, 26 August 2025

জামায়াতে ইসলামীর সঙ্গে জোটের কোনো সম্ভাবনা নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “আমরা ইসলামি মূল্যবোধে বিশ্বাস করি। বেশ কয়েকটি ইসলামি দলের সঙ্গে আলোচনা চলছে। তবে জামায়াতের সঙ্গে জোটের সম্ভাবনা নেই।”

সালাহউদ্দিন আহমদ জানান, ২০২৬ সালের ফেব্রুয়ারির শুরুতেই জাতীয় নির্বাচন হবে। এ নিয়ে নির্বাচন কমিশন, সরকার বা বিএনপির কোনো শঙ্কা নেই।

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, “এমন কোনো প্রস্তাব গ্রহণ করা হবে না, যা আদালতে প্রশ্নবিদ্ধ হতে পারে। শেষ পর্যন্ত সংসদের মাধ্যমেই এটি বাস্তবায়ন হবে।”

নির্বাচন বয়কট প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, “কোনো দল নির্বাচনে অংশ নেবে কি নেবে না, সেটি তাদের সিদ্ধান্ত। তবে যারা নির্বাচন বয়কট করবে, তারাই মাইনাস হয়ে যাবে। আশা করি, সেই ঝুঁকি কেউ নেবে না।”

প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা ভূমিকা রেখেছেন তাদেরকেই গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি। পাশাপাশি মেধাভিত্তিক রাজনীতিকে অগ্রাধিকার দেওয়া হবে বলেও উল্লেখ করেন সালাহউদ্দিন আহমদ।