2:16 pm, Tuesday, 26 August 2025

ইসরায়েল বর্তমানে বিশ্বের সবচেয়ে ঘৃণিত দেশ: আয়াতুল্লাহ খামেনি

ইসরায়েল বর্তমানে বিশ্বের সবচেয়ে ঘৃণিত দেশ: আয়াতুল্লাহ খামেনি। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, বর্তমান বিশ্বের মধ্যে সবচেয়ে ঘৃণিত ও নিন্দিত শাসনব্যবস্থা হলো ইসরায়েলি শাসনব্যবস্থা। তিনি বলেন, শুধু সাধারণ মানুষই নয়, বিশ্বের বিভিন্ন দেশের সরকারও এখন ইহুদিবাদী ইসরায়েলি রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) ইরানি সংবাদ সংস্থা মেহের জানায়, খামেনির অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে হিব্রু ভাষায় একটি বার্তা প্রকাশ করা হয়।

ইমাম রেজা (আ.)-এর শোকানুষ্ঠানে দেওয়া খামেনির বক্তব্য উদ্ধৃত করে পোস্টটিতে বলা হয়, “আজ, আমাদের শত্রু ইহুদিবাদী শাসনব্যবস্থা—এটি বিশ্বের সবচেয়ে ঘৃণ্য শাসনব্যবস্থা। জাতিসমূহ বিরক্ত, সরকারগুলোও এর নিন্দা জানাচ্ছে।”

এর আগে খামেনি অভিযোগ করেন, গত জুন মাসে ইরানের গুরুত্বপূর্ণ একটি পারমাণবিক স্থাপনায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে হামলা চালিয়েছে। তার ভাষায়, এ হামলার লক্ষ্য ছিল ইসলামি প্রজাতন্ত্র ইরানকে অস্থিতিশীল করা এবং রাজনৈতিকভাবে দুর্বল করে ফেলা।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের মূল উদ্দেশ্য হলো ইরানকে তাদের ইচ্ছেমতো চালানো, এমনকি দেশটিকে ওয়াশিংটনের অনুগত করে তোলা। তবে তিনি দাবি করেন, ইরানি জাতি সেনাবাহিনী, সরকার এবং দেশের স্বার্থরক্ষাকারী ব্যবস্থার পাশে থেকে ঐক্যবদ্ধভাবে শত্রুদের জবাব দিয়েছে।

খামেনি আরও বলেন, ইরানকে দুর্বল করতে এখন বিদেশি শক্তিগুলো ‘ভেতর থেকে আঘাত হানার’ পরিকল্পনা করছে। শত্রুর প্রধান কৌশল হলো—দেশের মধ্যে বিভেদ সৃষ্টি করা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এজেন্টরা ইরানি সমাজে ফাটল ধরাতে চাইছে বলেও তিনি সতর্ক করেন।

তবে তিনি আশাবাদী কণ্ঠে বলেন, ইরানি জনগণ আল্লাহর কৃপায় এখন ঐক্যবদ্ধ। মতপার্থক্য থাকলেও, যখন দেশ, রাষ্ট্র ও শত্রু মোকাবেলার প্রশ্ন আসে—তখন সবাই একসাথে হয়ে যায়।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

ইসরায়েল বর্তমানে বিশ্বের সবচেয়ে ঘৃণিত দেশ: আয়াতুল্লাহ খামেনি

Update Time : 11:49:33 am, Tuesday, 26 August 2025

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, বর্তমান বিশ্বের মধ্যে সবচেয়ে ঘৃণিত ও নিন্দিত শাসনব্যবস্থা হলো ইসরায়েলি শাসনব্যবস্থা। তিনি বলেন, শুধু সাধারণ মানুষই নয়, বিশ্বের বিভিন্ন দেশের সরকারও এখন ইহুদিবাদী ইসরায়েলি রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) ইরানি সংবাদ সংস্থা মেহের জানায়, খামেনির অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে হিব্রু ভাষায় একটি বার্তা প্রকাশ করা হয়।

ইমাম রেজা (আ.)-এর শোকানুষ্ঠানে দেওয়া খামেনির বক্তব্য উদ্ধৃত করে পোস্টটিতে বলা হয়, “আজ, আমাদের শত্রু ইহুদিবাদী শাসনব্যবস্থা—এটি বিশ্বের সবচেয়ে ঘৃণ্য শাসনব্যবস্থা। জাতিসমূহ বিরক্ত, সরকারগুলোও এর নিন্দা জানাচ্ছে।”

এর আগে খামেনি অভিযোগ করেন, গত জুন মাসে ইরানের গুরুত্বপূর্ণ একটি পারমাণবিক স্থাপনায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে হামলা চালিয়েছে। তার ভাষায়, এ হামলার লক্ষ্য ছিল ইসলামি প্রজাতন্ত্র ইরানকে অস্থিতিশীল করা এবং রাজনৈতিকভাবে দুর্বল করে ফেলা।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের মূল উদ্দেশ্য হলো ইরানকে তাদের ইচ্ছেমতো চালানো, এমনকি দেশটিকে ওয়াশিংটনের অনুগত করে তোলা। তবে তিনি দাবি করেন, ইরানি জাতি সেনাবাহিনী, সরকার এবং দেশের স্বার্থরক্ষাকারী ব্যবস্থার পাশে থেকে ঐক্যবদ্ধভাবে শত্রুদের জবাব দিয়েছে।

খামেনি আরও বলেন, ইরানকে দুর্বল করতে এখন বিদেশি শক্তিগুলো ‘ভেতর থেকে আঘাত হানার’ পরিকল্পনা করছে। শত্রুর প্রধান কৌশল হলো—দেশের মধ্যে বিভেদ সৃষ্টি করা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এজেন্টরা ইরানি সমাজে ফাটল ধরাতে চাইছে বলেও তিনি সতর্ক করেন।

তবে তিনি আশাবাদী কণ্ঠে বলেন, ইরানি জনগণ আল্লাহর কৃপায় এখন ঐক্যবদ্ধ। মতপার্থক্য থাকলেও, যখন দেশ, রাষ্ট্র ও শত্রু মোকাবেলার প্রশ্ন আসে—তখন সবাই একসাথে হয়ে যায়।