4:42 pm, Tuesday, 26 August 2025

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন করে ২৫ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ পেয়েছেন। নিয়োগপ্রাপ্তদের তালিকায় রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলমের শ্বশুর অ্যাডভোকেট মো. লুৎফর রহমান।

তিনি এর আগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সোমবার (২৫ আগস্ট) রাষ্ট্রপতির আদেশে আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী, প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে ২৫ জন ব্যক্তিকে শপথ গ্রহণের দিন থেকে পরবর্তী দুই বছরের জন্য অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন নিয়োগ পাওয়া বিচারপতিদের মধ্যে আছেন বিভিন্ন সরকারি গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিরা। এদের মধ্যে রয়েছেন আইন ও বিচার বিভাগের সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, সলিসিটর, জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব, সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং নয়জন জ্যেষ্ঠ আইনজীবী।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

Update Time : 11:32:19 am, Tuesday, 26 August 2025

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন করে ২৫ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ পেয়েছেন। নিয়োগপ্রাপ্তদের তালিকায় রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলমের শ্বশুর অ্যাডভোকেট মো. লুৎফর রহমান।

তিনি এর আগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সোমবার (২৫ আগস্ট) রাষ্ট্রপতির আদেশে আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী, প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে ২৫ জন ব্যক্তিকে শপথ গ্রহণের দিন থেকে পরবর্তী দুই বছরের জন্য অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন নিয়োগ পাওয়া বিচারপতিদের মধ্যে আছেন বিভিন্ন সরকারি গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিরা। এদের মধ্যে রয়েছেন আইন ও বিচার বিভাগের সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, সলিসিটর, জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব, সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং নয়জন জ্যেষ্ঠ আইনজীবী।