রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে বাংলাদেশ প্রেকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন। তারা ৩ দফা দাবির বাস্তবায়নের জন্য অবস্থান নেন এবং বিভিন্ন স্লোগান দেন।
শিক্ষার্থীরা বুয়েট ক্যাম্পাস থেকে মিছিল করে প্রথমে শাহবাগে পৌঁছেন এবং পরে প্রধান উপদেষ্টার কার্যালয় সংলগ্ন হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবরোধ চালান। এতে দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি পূরণের আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা স্থান ত্যাগ করবেন না।
এ আন্দোলনের পেছনে মূল কারণ হলো ডিপ্লোমা টেকনিশিয়ানদের কোটা সংক্রান্ত বিরোধ। সম্প্রতি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থীকে হুমকি দেয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ুয়া আরেক শিক্ষার্থী।
বুয়েট শিক্ষার্থীদের ৩ দফা দাবি:
- ৯ম গ্রেডে ৩৩ শতাংশ কোটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের জন্য বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে।
- ১০ম গ্রেডে ১০০ শতাংশ কোটা বাতিল করে সকলের জন্য উন্মুক্ত করতে হবে।
- বিএসসি ছাড়া কোনো ব্যক্তি ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবে না; ভঙ্গ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিক্ষার্থীরা দাবি করেছেন, হুমকিদাতাদের দ্রুত আইনের আওতায় আনা হোক।