ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কের সিদ্ধান্তের পর বললেন, “যতই চাপ আসুক, আমরা তা মোকাবিলা করব এবং দেশের শক্তি আরও বাড়াব।”
মোদী সোমবার (২৬ আগস্ট) আহমেদাবাদে অনুষ্ঠিত জনসভায় বলেন, দেশের ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক ও পশুপালকদের স্বার্থ রক্ষা করা তার প্রথম অগ্রাধিকার।
যুক্তরাষ্ট্র গত সপ্তাহে ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। এর ফলে ভারতের ওপর মোট শুল্কের হার দাঁড়াবে ৫০ শতাংশে, যা আগামী বুধবার (২৭ আগস্ট) থেকে কার্যকর হবে। যুক্তরাষ্ট্রের দাবি, ভারতের অপরিশোধিত তেল রাশিয়ার কাছ থেকে আমদানি তাদের জন্য “হুমকি” তৈরি করছে।
মোদী জনসভায় বলেন, “আজকের বিশ্বে অর্থনৈতিক স্বার্থের রাজনীতি চলছে। আমরা তা বুঝি, কিন্তু দেশের ক্ষুদ্র উদ্যোক্তা ও কৃষকদের স্বার্থে কোনো আপস হবে না। চাপ যতই আসুক, আমরা আমাদের শক্তি বাড়িয়ে দেশকে নিরাপদ রাখব।”
বিশ্লেষকদের মতে, মোদীর এই মন্তব্য কেবল যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য নয়, বরং দেশীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আস্থা বাড়ানোর রাজনৈতিক কৌশল হিসেবেও দেখা হচ্ছে।