5:51 pm, Tuesday, 26 August 2025

ডাকসু নির্বাচনে আজ থেকে প্রচারণা শুরু, ২১ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা আজ মঙ্গলবার (২৬ আগস্ট) থেকে শুরু হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নির্বাচনে অংশ নেওয়া ২১ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তবে এখন পর্যন্ত কোনো বড় ধরনের আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেনি। লিখিত অভিযোগ পেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক গোলাম রাব্বানী জানিয়েছেন, মঙ্গলবার সকাল ১১টায় সব ভিপি, জিএস ও এজিএস প্রার্থীদের নিয়ে সিনেট হলে নির্বাচনী আচরণবিধি নিয়ে বৈঠক হবে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভোটার তালিকায় যারা নিজেদের ছবি প্রকাশ করতে চান না, তারা আগামী ২৭ আগস্টের মধ্যে চিফ রিটার্নিং অফিসারের কাছে লিখিত আবেদন জমা দিতে পারবেন। শিক্ষার্থীদের অনুরোধে ভোটার তালিকা সাময়িকভাবে প্রত্যাহার করা হলেও সংশ্লিষ্ট হল ও প্রশাসনিক দপ্তরের জন্য তা উন্মুক্ত থাকবে।

প্রসঙ্গত, আচরণবিধি অনুযায়ী ২৬ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর রাত ১১টা পর্যন্ত প্রার্থীরা হলে ও ক্যাম্পাসে প্রচারণা চালাতে পারবেন। তবে ধর্মীয় স্থান, সামাজিক, আর্থিক বা সেবামূলক কার্যক্রমের মাধ্যমে প্রচার নিষিদ্ধ থাকবে। এসব কর্মকাণ্ড করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।

আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ৩৮তম ডাকসু নির্বাচন।

Tag :

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

ডাকসু নির্বাচনে আজ থেকে প্রচারণা শুরু, ২১ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

Update Time : 08:46:48 am, Tuesday, 26 August 2025

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা আজ মঙ্গলবার (২৬ আগস্ট) থেকে শুরু হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নির্বাচনে অংশ নেওয়া ২১ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তবে এখন পর্যন্ত কোনো বড় ধরনের আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেনি। লিখিত অভিযোগ পেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক গোলাম রাব্বানী জানিয়েছেন, মঙ্গলবার সকাল ১১টায় সব ভিপি, জিএস ও এজিএস প্রার্থীদের নিয়ে সিনেট হলে নির্বাচনী আচরণবিধি নিয়ে বৈঠক হবে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভোটার তালিকায় যারা নিজেদের ছবি প্রকাশ করতে চান না, তারা আগামী ২৭ আগস্টের মধ্যে চিফ রিটার্নিং অফিসারের কাছে লিখিত আবেদন জমা দিতে পারবেন। শিক্ষার্থীদের অনুরোধে ভোটার তালিকা সাময়িকভাবে প্রত্যাহার করা হলেও সংশ্লিষ্ট হল ও প্রশাসনিক দপ্তরের জন্য তা উন্মুক্ত থাকবে।

প্রসঙ্গত, আচরণবিধি অনুযায়ী ২৬ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর রাত ১১টা পর্যন্ত প্রার্থীরা হলে ও ক্যাম্পাসে প্রচারণা চালাতে পারবেন। তবে ধর্মীয় স্থান, সামাজিক, আর্থিক বা সেবামূলক কার্যক্রমের মাধ্যমে প্রচার নিষিদ্ধ থাকবে। এসব কর্মকাণ্ড করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।

আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ৩৮তম ডাকসু নির্বাচন।