বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান অভিযোগ করেছেন, তাকে হত্যার ষড়যন্ত্র করছে জামায়াতে ইসলামী।
সোমবার (২৫ আগস্ট) সুপ্রিম কোর্টে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,আমার নাম দিয়েছে ‘ফজু পাগলা’। আমাকে হত্যা করতে চায়। কাল রাতে বা পরশু রাতে দেখলাম, এরা সবাই জামায়াতের লোক। বিদেশ থেকে ইউটিউবাররাও হত্যার অর্ডার দিয়েছে।
তিনি দাবি করেন, ফ্রান্স থেকে দুজন ইউটিউবার সম্প্রতি তাকে হত্যার নির্দেশ দিয়েছে। তার বাসার সামনে মব সৃষ্টি করা হচ্ছে। এমনকি জামায়াতের নেতাকর্মীরা বলছে, ফজলুর রহমানকে গলা কেটে হত্যা করতে হবে।
নিরাপত্তা দাবি
তিনি বলেন, জীবনের নিরাপত্তা পাওয়ার অধিকার সাংবিধানিকভাবে আমার আছে। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমার নির্বিঘ্নে বাঁচার অধিকার আছে। আইনশৃঙ্খলা বাহিনীসহ সবার কাছে অনুরোধ করছি—আমার ও আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হোক।
অভিযোগ প্রত্যাখ্যান
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ৫ আগস্ট একটি কালো শক্তি ঘটিয়েছে—এমন কোনো কথা আমি বলিনি। পুরো ভিডিও দেখে প্রমাণ করতে পারলে আমি ক্ষমা চাইব। আর শোকজের জবাব আমি আমার দলকেই দেব।
মুক্তিযুদ্ধ প্রসঙ্গে অবস্থান
ফজলুর রহমান আরও বলেন, জামায়াত যেদিন থেকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে, সেদিন থেকেই আমি তাদের বিরুদ্ধে কথা বলে আসছি। আমি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ। জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী।