সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একসঙ্গে ২৫ জন অতিরিক্ত বিচারক নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
সোমবার (২৫ আগস্ট) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
আইন মন্ত্রণালয় জানায়, সুপ্রিম কোর্ট থেকে নামের তালিকা সুপারিশ পাওয়ার পর রাষ্ট্রপতির অনুমোদনে তাদের নিয়োগ দেওয়া হয়েছে। শিগগিরই নিয়োগপ্রাপ্তরা হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে শপথ নেবেন।
প্রথা অনুযায়ী, সুপ্রিম কোর্ট সংশ্লিষ্ট আইনজীবী ও বিচারকদের নাম সুপারিশ করে আইন মন্ত্রণালয়ে পাঠায়। রাষ্ট্রপতির অনুমোদন ও প্রজ্ঞাপন জারির মাধ্যমে তা কার্যকর হয়।
এই নিয়োগের ফলে হাইকোর্ট বিভাগের বিচারক সংখ্যা আরও বৃদ্ধি পেল।