শ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার জেরে গত মে মাসে ভারত–পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে জড়িয়ে পড়ে। এরপর তিন মাস পর প্রথমবারের মতো **পাকিস্তানের উদ্দেশে সরকারি বার্তা পাঠাল ভারত।
সরকারি সূত্রের বরাত দিয়ে পাকিস্তানি গণমাধ্যম জানায়, রবিবার নয়াদিল্লি ইসলামাবাদকে জানায় যে জম্মুর তাওই নদীতে ভারী বৃষ্টির কারণে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।
ভারতের বার্তা
ইসলামাবাদে নিযুক্ত ভারতের হাইকমিশনার পাকিস্তান সরকারের কাছে বার্তা পৌঁছে দেন। এতে বলা হয়, নদীর উজানে প্রবল বর্ষণের ফলে পানিপ্রবাহ বেড়েছে, যা পাকিস্তানের নিচু এলাকা প্লাবিত করতে পারে।
এ বিষয়ে ভারত ও পাকিস্তানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে খবরটি সত্য হলে সেটিই হবে যুদ্ধোত্তর দুই দেশের প্রথম বড় ধরনের সরকারি যোগাযোগ।
পাকিস্তানের সতর্কতা ব্যবস্থা
ভারতের বার্তার পর পাকিস্তান সরকার জনসাধারণকে সতর্ক করেছে। স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে নদী–সংলগ্ন ও নিচু এলাকা থেকে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে।
কাশ্মীর সংঘাত
চলতি বছরের এপ্রিল মাসে কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়। ভারত এ হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করে। পরে মে মাসের শুরুতে দুই দেশের মধ্যে কয়েক দশকের মধ্যে সবচেয়ে তীব্র সামরিক সংঘাত শুরু হয়। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ মে যুদ্ধবিরতি কার্যকর হয়।
সিন্ধু পানি চুক্তি
১৯৬০ সালের সেপ্টেম্বরে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান ‘সিন্ধু পানি চুক্তি’ স্বাক্ষর করে।
* ভারত পায় সতলজ, বিয়াস ও রাভি নদীর পানির পূর্ণ নিয়ন্ত্রণ।
* পাকিস্তান পায় ইন্দুস, ঝিলম ও চেনাব নদীর অধিকার।
চুক্তি অনুযায়ী, কোনো পক্ষ একতরফাভাবে পানি সরবরাহ বন্ধ করতে পারে না। বিরোধ দেখা দিলে নিরপেক্ষ বিশেষজ্ঞ বা সালিশি আদালতের মাধ্যমে নিষ্পত্তি করতে হয়।