বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর মধ্যে তীব্র বাকযুদ্ধ দেখা দিয়েছে। একে অপরকে নিয়ে কটূক্তি ও নেতিবাচক মন্তব্যে সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যম।
সাম্প্রতিক এক মন্তব্যে হাসনাত আবদুল্লাহ রুমিন ফারহানাকে বিএনপির আওয়ামী লীগবিষয়ক অন্যতম সম্পাদক বলে কটাক্ষ করেন। এর জবাবে রুমিন ফারহানা তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে হাসনাতকে উদ্দেশ করে লিখেন,
এটা ওই ফকিন্নির বাচ্চাটা না, যে আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলেছে?
পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয় এবং নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এর আগে রবিবার (২৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত শুনানিতে বিএনপি ও এনসিপি নেতা–কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ প্রসঙ্গেই হাসনাত আবদুল্লাহ সংবাদ সম্মেলনে রুমিনকে উদ্দেশ করে মন্তব্য করেন।
তিনি অভিযোগ করেন, বিএনপি ভোটকেন্দ্র দখল করার প্রস্তুতি দেখাচ্ছে। শুনানিতে আমাদের ওপর হামলাও ছিল একটি ‘টেস্ট ম্যাচ’।
অন্যদিকে, এনসিপির অভিযোগের জবাবে রুমিন ফারহানা বলেন, আমাকে প্রথম ধাক্কা দিয়েছেন অচেনা একজন। আমি একজন মহিলা, তাই আমার লোকজন বসে থাকবে না। হামলার জবাবে আমাদের কর্মীরাও প্রতিক্রিয়া জানিয়েছে।
পারস্পরিক অভিযোগ
হাসনাত আবদুল্লাহ রুমিনকে আওয়ামী লীগের সুবিধাভোগী ও ফ্ল্যাটভোগী বলে সমালোচনা করেন। তার মতে, বিএনপির ভেতরে অনেকেই আওয়ামী লীগপন্থী ভূমিকা রাখছেন।
অন্যদিকে রুমিন ফারহানা সামাজিক মাধ্যমে হাসনাতের ছাত্রলীগ ও আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থাকার বিভিন্ন ছবি ও প্রমাণ প্রকাশ করেছেন।
এই বাকযুদ্ধ এখন শুধু রাজনৈতিক মহল নয়, সোশ্যাল মিডিয়াতেও তুমুল আলোচনার জন্ম দিয়েছে।