11:12 pm, Monday, 25 August 2025

কারাগারে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের হার্ট অ্যাটাক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক হার্ট অ্যাটাক করেছেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সোমবার (২৫ আগস্ট) সকালে তার হার্ট অ্যাটাকের ঘটনা ঘটে বলে কারা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। পরে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে গত ২৪ জুলাই সকালে ধানমন্ডির বাসা থেকে সাবেক প্রধান বিচারপতিকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করলে শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো সাবেক প্রধান বিচারপতিকে হত্যা মামলায় গ্রেপ্তার ও জেলহাজতে পাঠানো হয়।

উল্লেখ্য, এ বি এম খায়রুল হক দেশের ঊনবিংশতম প্রধান বিচারপতি ছিলেন। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক পক্ষপাত, বিতর্কিত রায় এবং সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে বিচার বিভাগকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার অভিযোগ ওঠে। এ কারণে তিনি একাধিকবার আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন।

 

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

মুন্সীগঞ্জে পুলিশ ক্যাম্পে নৌ-ডাকাতের তাণ্ডব, গোলাগুলি

কারাগারে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের হার্ট অ্যাটাক

Update Time : 08:44:54 pm, Monday, 25 August 2025

গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক হার্ট অ্যাটাক করেছেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সোমবার (২৫ আগস্ট) সকালে তার হার্ট অ্যাটাকের ঘটনা ঘটে বলে কারা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। পরে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে গত ২৪ জুলাই সকালে ধানমন্ডির বাসা থেকে সাবেক প্রধান বিচারপতিকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করলে শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো সাবেক প্রধান বিচারপতিকে হত্যা মামলায় গ্রেপ্তার ও জেলহাজতে পাঠানো হয়।

উল্লেখ্য, এ বি এম খায়রুল হক দেশের ঊনবিংশতম প্রধান বিচারপতি ছিলেন। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক পক্ষপাত, বিতর্কিত রায় এবং সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে বিচার বিভাগকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার অভিযোগ ওঠে। এ কারণে তিনি একাধিকবার আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন।