4:17 pm, Monday, 25 August 2025

জনগণ ভোট দেওয়ার জন্য উন্মুখ: মঈন খান

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বাংলাদেশের মানুষ আগামী ফেব্রুয়ারিতে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

সোমবার (২৫ আগস্ট) সকালে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

ড. মঈন খান বলেন, নির্বাচন কমিশন ইতোমধ্যেই জাতীয় নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। জনগণ সেই নির্বাচনে ভোট দেওয়ার অপেক্ষায় রয়েছে। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হতে পারে।

তিনি বলেন, “দেশে গণতন্ত্র বাস্তবায়নের একমাত্র অস্ত্র হলো নির্বাচন। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বন্দুক নয়, বরং অবাধ ও নিরপেক্ষ ভোটের মাধ্যমেই গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব।”

আওয়ামী লীগের মুক্তিযুদ্ধে ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সময় পালিয়ে গিয়েছিল, আর স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

তিনি আরও যোগ করেন, বিএনপির মূল রাজনৈতিক উদ্দেশ্যই হলো গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করা।

 

Tag :

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

জনগণ ভোট দেওয়ার জন্য উন্মুখ: মঈন খান

Update Time : 01:34:50 pm, Monday, 25 August 2025

বাংলাদেশের মানুষ আগামী ফেব্রুয়ারিতে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

সোমবার (২৫ আগস্ট) সকালে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

ড. মঈন খান বলেন, নির্বাচন কমিশন ইতোমধ্যেই জাতীয় নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। জনগণ সেই নির্বাচনে ভোট দেওয়ার অপেক্ষায় রয়েছে। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হতে পারে।

তিনি বলেন, “দেশে গণতন্ত্র বাস্তবায়নের একমাত্র অস্ত্র হলো নির্বাচন। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বন্দুক নয়, বরং অবাধ ও নিরপেক্ষ ভোটের মাধ্যমেই গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব।”

আওয়ামী লীগের মুক্তিযুদ্ধে ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সময় পালিয়ে গিয়েছিল, আর স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

তিনি আরও যোগ করেন, বিএনপির মূল রাজনৈতিক উদ্দেশ্যই হলো গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করা।