আগামী বছরের শুরুতে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশ এখন সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (২৫ আগস্ট) কক্সবাজারের ইনানীর হোটেল বে ওয়াচে রোহিঙ্গা ইস্যুতে আয়োজিত আন্তর্জাতিক অংশীজন সংলাপে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।
প্রধান উপদেষ্টা বলেন, “আমি এখানে এসেছি দেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে। ঠিক এক বছর আগে আমরা ছাত্রদের নেতৃত্বে একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছি। আজ আমরা আরেকটি গণতান্ত্রিক রূপান্তরের পথে এগিয়ে যাচ্ছি।”
তিনি জানান, নির্বাচন নিয়ে ইতোমধ্যে সময়সীমা ঘোষণা করা হয়েছে এবং দেশের বর্তমান অবস্থা নির্বাচন পরিচালনার জন্য যথেষ্ট স্থিতিশীল।
“২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে”— এমন ঘোষণাও দেন তিনি।
প্রফেসর ইউনূস আরও বলেন, “নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের স্থলে একটি নির্বাচিত সরকার দায়িত্ব নেবে। আমরা আশা করি, সেই সরকারের আমলেই রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের কার্যকর সমাধান পাওয়া যাবে।”
উল্লেখ্য, রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত তিন দিনব্যাপী এই সংলাপে বিশ্বের ৪০টির বেশি দেশের প্রতিনিধি ও আন্তর্জাতিক সংস্থার সদস্যরা অংশ নিচ্ছেন।