3:01 pm, Monday, 25 August 2025

কক্সবাজারে রোহিঙ্গা সম্মেলনে যোগ দিলেন প্রধান উপদেষ্টা

কক্সবাজারে রোহিঙ্গা সম্মেলনে যোগ দিলেন প্রধান উপদেষ্টা। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে কক্সবাজারে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টায় কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। বেলা ১১টায় সম্মেলনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।

রবিবার (২৪ আগস্ট) উখিয়ার ইনানীতে অবস্থিত ‘হোটেল বে ওয়াচ’-এ শুরু হয় তিন দিনব্যাপী সম্মেলন—‘টেক অ্যাওয়ে টু দ্য হাই-লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন’। সম্মেলনটি যৌথভাবে আয়োজন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং রোহিঙ্গা ইস্যু বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দপ্তর।

প্রথম দিন বিকেলে রোহিঙ্গা প্রতিনিধিরা অংশগ্রহণকারী আন্তর্জাতিক অংশীজনদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এতে অংশ নিয়েছেন জাতিসংঘসহ অন্তত ৪০টি দেশের প্রতিনিধি ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তারা, যারা রোহিঙ্গা ইস্যুতে দীর্ঘদিন ধরে কাজ করছেন।

সম্মেলনের মূল উদ্দেশ্য রোহিঙ্গাদের স্বদেশ মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসনের উপায় খোঁজা। এর পাশাপাশি আলোচনায় গুরুত্ব পাচ্ছে—আন্তর্জাতিক সহায়তা তহবিল গঠন, গণহত্যার বিচার, খাদ্য সহায়তা, এবং দীর্ঘদিন আশ্রয়ে থাকা রোহিঙ্গাদের মনোবল বৃদ্ধির বিষয়গুলোও।

তিন দিনের এই সম্মেলনের শেষ দিন মঙ্গলবার (২৬ আগস্ট) বিদেশি অতিথিরা সরাসরি পরিদর্শন করবেন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলো।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

কক্সবাজারে রোহিঙ্গা সম্মেলনে যোগ দিলেন প্রধান উপদেষ্টা

Update Time : 11:26:20 am, Monday, 25 August 2025

রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে কক্সবাজারে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টায় কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। বেলা ১১টায় সম্মেলনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।

রবিবার (২৪ আগস্ট) উখিয়ার ইনানীতে অবস্থিত ‘হোটেল বে ওয়াচ’-এ শুরু হয় তিন দিনব্যাপী সম্মেলন—‘টেক অ্যাওয়ে টু দ্য হাই-লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন’। সম্মেলনটি যৌথভাবে আয়োজন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং রোহিঙ্গা ইস্যু বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দপ্তর।

প্রথম দিন বিকেলে রোহিঙ্গা প্রতিনিধিরা অংশগ্রহণকারী আন্তর্জাতিক অংশীজনদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এতে অংশ নিয়েছেন জাতিসংঘসহ অন্তত ৪০টি দেশের প্রতিনিধি ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তারা, যারা রোহিঙ্গা ইস্যুতে দীর্ঘদিন ধরে কাজ করছেন।

সম্মেলনের মূল উদ্দেশ্য রোহিঙ্গাদের স্বদেশ মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসনের উপায় খোঁজা। এর পাশাপাশি আলোচনায় গুরুত্ব পাচ্ছে—আন্তর্জাতিক সহায়তা তহবিল গঠন, গণহত্যার বিচার, খাদ্য সহায়তা, এবং দীর্ঘদিন আশ্রয়ে থাকা রোহিঙ্গাদের মনোবল বৃদ্ধির বিষয়গুলোও।

তিন দিনের এই সম্মেলনের শেষ দিন মঙ্গলবার (২৬ আগস্ট) বিদেশি অতিথিরা সরাসরি পরিদর্শন করবেন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলো।