1:22 pm, Monday, 25 August 2025

বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে সাকিবের নজিরবিহীন রেকর্ড

বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে সাকিবের নজিরবিহীন রেকর্ড। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বিশ্ব ক্রিকেটে আরেকটি ইতিহাস গড়লেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে রোববার (২৪ আগস্ট) ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে খেলতে নেমে গড়েছেন এক অনন্য রেকর্ড।

সাকিব এখন বিশ্বের প্রথম ও একমাত্র ক্রিকেটার যিনি টি-টোয়েন্টি ফরম্যাটে ৭ হাজার রান ও ৫০০ উইকেটের যুগল মাইলফলকে পৌঁছেছেন। ম্যাচের ১৫তম ওভারে পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে আউট করে ৫০০ উইকেট পূর্ণ করেন এই টাইগার অলরাউন্ডার।

বিশ্বের মাত্র পাঁচজন বোলার এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ৫০০ উইকেট নিতে পেরেছেন, আর তাদের মধ্যেই সাকিব সর্বশেষ সংযোজন। তবে ব্যাটিংয়ে ৭ হাজার রান এবং বোলিংয়ে ৫০০ উইকেট—এই যুগল কীর্তির একমাত্র মালিক তিনি।

সেন্ট কিটসের বিপক্ষে ম্যাচে সাকিব বল হাতে মাত্র ২ ওভারে ১১ রানে শিকার করেন ৩ উইকেট—রিজওয়ান, কাইল মেয়ার্স এবং নাভিন-উল-হক। ব্যাট হাতেও ১৮ বলে করেন কার্যকর ২৫ রান, যা দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

১৩৪ রানের লক্ষ্যে খেলতে নামা অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস ৭ উইকেট হাতে রেখে এবং ২ বল হাতে রেখেই জয় তুলে নেয়। ব্যাট এবং বল হাতে সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদে তিনি হন ম্যাচসেরা।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে সাকিবের নজিরবিহীন রেকর্ড

Update Time : 10:17:44 am, Monday, 25 August 2025

বিশ্ব ক্রিকেটে আরেকটি ইতিহাস গড়লেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে রোববার (২৪ আগস্ট) ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে খেলতে নেমে গড়েছেন এক অনন্য রেকর্ড।

সাকিব এখন বিশ্বের প্রথম ও একমাত্র ক্রিকেটার যিনি টি-টোয়েন্টি ফরম্যাটে ৭ হাজার রান ও ৫০০ উইকেটের যুগল মাইলফলকে পৌঁছেছেন। ম্যাচের ১৫তম ওভারে পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে আউট করে ৫০০ উইকেট পূর্ণ করেন এই টাইগার অলরাউন্ডার।

বিশ্বের মাত্র পাঁচজন বোলার এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ৫০০ উইকেট নিতে পেরেছেন, আর তাদের মধ্যেই সাকিব সর্বশেষ সংযোজন। তবে ব্যাটিংয়ে ৭ হাজার রান এবং বোলিংয়ে ৫০০ উইকেট—এই যুগল কীর্তির একমাত্র মালিক তিনি।

সেন্ট কিটসের বিপক্ষে ম্যাচে সাকিব বল হাতে মাত্র ২ ওভারে ১১ রানে শিকার করেন ৩ উইকেট—রিজওয়ান, কাইল মেয়ার্স এবং নাভিন-উল-হক। ব্যাট হাতেও ১৮ বলে করেন কার্যকর ২৫ রান, যা দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

১৩৪ রানের লক্ষ্যে খেলতে নামা অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস ৭ উইকেট হাতে রেখে এবং ২ বল হাতে রেখেই জয় তুলে নেয়। ব্যাট এবং বল হাতে সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদে তিনি হন ম্যাচসেরা।