বিশ্ব ক্রিকেটে আরেকটি ইতিহাস গড়লেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে রোববার (২৪ আগস্ট) ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে খেলতে নেমে গড়েছেন এক অনন্য রেকর্ড।
সাকিব এখন বিশ্বের প্রথম ও একমাত্র ক্রিকেটার যিনি টি-টোয়েন্টি ফরম্যাটে ৭ হাজার রান ও ৫০০ উইকেটের যুগল মাইলফলকে পৌঁছেছেন। ম্যাচের ১৫তম ওভারে পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে আউট করে ৫০০ উইকেট পূর্ণ করেন এই টাইগার অলরাউন্ডার।
বিশ্বের মাত্র পাঁচজন বোলার এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ৫০০ উইকেট নিতে পেরেছেন, আর তাদের মধ্যেই সাকিব সর্বশেষ সংযোজন। তবে ব্যাটিংয়ে ৭ হাজার রান এবং বোলিংয়ে ৫০০ উইকেট—এই যুগল কীর্তির একমাত্র মালিক তিনি।
সেন্ট কিটসের বিপক্ষে ম্যাচে সাকিব বল হাতে মাত্র ২ ওভারে ১১ রানে শিকার করেন ৩ উইকেট—রিজওয়ান, কাইল মেয়ার্স এবং নাভিন-উল-হক। ব্যাট হাতেও ১৮ বলে করেন কার্যকর ২৫ রান, যা দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
১৩৪ রানের লক্ষ্যে খেলতে নামা অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস ৭ উইকেট হাতে রেখে এবং ২ বল হাতে রেখেই জয় তুলে নেয়। ব্যাট এবং বল হাতে সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদে তিনি হন ম্যাচসেরা।