খুলনার ডুমুরিয়ায় নিয়ন্ত্রণহীন একটি ট্রাকের ধাক্কায় ইজিবাইক দুমড়ে-মুচড়ে গেলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
সোমবার (২৫ আগস্ট) সকাল ৮টা ৩৫ মিনিটের দিকে ডুমুরিয়া উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্যে জানা যায়, একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৩ জন যাত্রীর মৃত্যু হয় এবং গুরুতর আহত ২ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।