জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ মন্তব্য করেছেন, বিএনপির সাংগঠনিক কার্যক্রমে রুমিন ফারহানা নাকি আওয়ামী বিষয়ক সম্পাদক হিসেবে ভূমিকা রাখছেন।
রোববার (২৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, নির্বাচনে হুন্ডা-গুন্ডাগিরি করলে রুমিন ফারহানাকে ভারতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠিয়ে দেওয়া হবে। বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক যারা রয়েছেন তাদের মধ্যে রুমিন ফারহানা অন্যতম। তিনি শেখ হাসিনার কাছে ফ্ল্যাটের জন্য আবেদন করেছিলেন। আমার মনে হয়, হাসিনার পতনে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন তিনিই।
তিনি আরও বলেন, আজকের নির্বাচন কমিশনে রুমিন ফারহানার ভূমিকা অনাকাঙ্ক্ষিত। এ ধরনের কর্মকাণ্ড বিএনপির হাইকমান্ডের প্রত্যক্ষ নির্দেশনা ছাড়া সম্ভব নয়।
এনসিপি নেতা বিএনপিকে সতর্ক করে বলেন, আমরা বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদকদের বলব, জনগণের পালস বুঝুন, নতুবা আবারও দেশ সংকটের মুখে পড়বে। আমরা চাই না বিএনপি গুন্ডাতন্ত্র কায়েম করুক।
পুলিশকে উদ্দেশ্যে তিনি আহ্বান জানান, আপনারা ক্ষমতামুখী হবেন না, নিরপেক্ষ থাকুন।