10:35 pm, Sunday, 24 August 2025

মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠীর বোমা হামলা ভেঙে পড়ল ঐতিহাসিক গোকটেইক রেলসেতু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মিয়ানমারের উত্তরাঞ্চলে এক ঐতিহাসিক রেলসেতুতে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। দেশটির সামরিক জান্তা অভিযোগ করেছে, বিদ্রোহী গোষ্ঠী বোমা হামলা চালিয়ে গোকটেইক রেলওয়ে সেতুটি ধ্বংস করেছে। এই সেতুটি ১৯০১ সালে ব্রিটিশ ঔপনিবেশিক আমলে নির্মিত হয় এবং দীর্ঘদিন বিশ্বের সবচেয়ে উঁচু রেলসেতু হিসেবে পরিচিত ছিল।

জান্তা সরকারের মুখপাত্র জ্য মিন তুন জানিয়েছেন, তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) এবং পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) যৌথভাবে এ হামলা চালিয়েছে। বিস্ফোরণের পর সেতুর বড় অংশ ধসে পড়ে এবং রেলপথ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতেও সেতুর ধ্বংসস্তূপ দেখা গেছে।

তবে বিদ্রোহীরা এই অভিযোগ অস্বীকার করেছে। টিএনএলএর মুখপাত্র লওয়ে ইয়াই উ দাবি করেন, জান্তার ড্রোন হামলায় সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তার ভাষায়, “মিয়ানমার সেনারা ড্রোন দিয়ে আমাদের ঘাঁটিতে আক্রমণের চেষ্টা করেছিল। তাদের বোমা ভুলবশত সেতুতেও আঘাত হানে।”

২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমার গৃহযুদ্ধের কবলে রয়েছে। জান্তা বাহিনীর সঙ্গে বিভিন্ন জাতিগত সশস্ত্র গোষ্ঠী এবং গণতন্ত্রকামী প্রতিরোধ যোদ্ধাদের সংঘর্ষ প্রায় প্রতিদিনই ঘটছে। সম্প্রতি নাওংকিও ও কিয়াউকমি শহরে উভয় পক্ষের মধ্যে তীব্র লড়াই হয়। জান্তা দাবি করছে তারা নাওংকিও শহর পুনর্দখল করেছে।

গোকটেইক সেতুটি মান্দালয় থেকে উত্তর শান অঙ্গরাজ্যের সঙ্গে রেল যোগাযোগের অন্যতম প্রধান সংযোগ হিসেবে ব্যবহৃত হতো। সেতুটি ধ্বংস হয়ে পড়ায় ওই অঞ্চলে রেল চলাচল দীর্ঘমেয়াদে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

কখনোই যুক্তরাষ্ট্রের কাছে মাথানত করবে না ইরান: খামেনি

মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠীর বোমা হামলা ভেঙে পড়ল ঐতিহাসিক গোকটেইক রেলসেতু

Update Time : 08:49:19 pm, Sunday, 24 August 2025

মিয়ানমারের উত্তরাঞ্চলে এক ঐতিহাসিক রেলসেতুতে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। দেশটির সামরিক জান্তা অভিযোগ করেছে, বিদ্রোহী গোষ্ঠী বোমা হামলা চালিয়ে গোকটেইক রেলওয়ে সেতুটি ধ্বংস করেছে। এই সেতুটি ১৯০১ সালে ব্রিটিশ ঔপনিবেশিক আমলে নির্মিত হয় এবং দীর্ঘদিন বিশ্বের সবচেয়ে উঁচু রেলসেতু হিসেবে পরিচিত ছিল।

জান্তা সরকারের মুখপাত্র জ্য মিন তুন জানিয়েছেন, তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) এবং পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) যৌথভাবে এ হামলা চালিয়েছে। বিস্ফোরণের পর সেতুর বড় অংশ ধসে পড়ে এবং রেলপথ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতেও সেতুর ধ্বংসস্তূপ দেখা গেছে।

তবে বিদ্রোহীরা এই অভিযোগ অস্বীকার করেছে। টিএনএলএর মুখপাত্র লওয়ে ইয়াই উ দাবি করেন, জান্তার ড্রোন হামলায় সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তার ভাষায়, “মিয়ানমার সেনারা ড্রোন দিয়ে আমাদের ঘাঁটিতে আক্রমণের চেষ্টা করেছিল। তাদের বোমা ভুলবশত সেতুতেও আঘাত হানে।”

২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমার গৃহযুদ্ধের কবলে রয়েছে। জান্তা বাহিনীর সঙ্গে বিভিন্ন জাতিগত সশস্ত্র গোষ্ঠী এবং গণতন্ত্রকামী প্রতিরোধ যোদ্ধাদের সংঘর্ষ প্রায় প্রতিদিনই ঘটছে। সম্প্রতি নাওংকিও ও কিয়াউকমি শহরে উভয় পক্ষের মধ্যে তীব্র লড়াই হয়। জান্তা দাবি করছে তারা নাওংকিও শহর পুনর্দখল করেছে।

গোকটেইক সেতুটি মান্দালয় থেকে উত্তর শান অঙ্গরাজ্যের সঙ্গে রেল যোগাযোগের অন্যতম প্রধান সংযোগ হিসেবে ব্যবহৃত হতো। সেতুটি ধ্বংস হয়ে পড়ায় ওই অঞ্চলে রেল চলাচল দীর্ঘমেয়াদে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।