বাংলাদেশে আগামী ৬ সেপ্টেম্বর (শনিবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।
রোববার (২৪ আগস্ট) জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় জানানো হয়, দেশের আকাশে পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সফর মাস ৩০ দিনে পূর্ণ হবে। এ অনুযায়ী ১২ রবিউল আউয়াল ৬ সেপ্টেম্বর পালিত হবে।
বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন।
১২ রবিউল আউয়াল দিনটি মুসলমানদের কাছে অত্যন্ত তাৎপর্যময়। কারণ এ দিনেই মহানবী হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন এবং একই দিনে ইন্তেকাল করেন। দিনটি বাংলাদেশসহ বিশ্বের মুসলমানরা যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালন করে।
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাংলাদেশে সরকারি ছুটি থাকবে।