ভারতের ওড়িশায় ‘স্পাইডারম্যান’ সেজে বাইক চালানো এক যুবককে গুনতে হয়েছে মোটা অঙ্কের জরিমানা। হেলমেট ছাড়া বাইক চালানো, বিপজ্জনক স্টান্ট দেখানো এবং পরিবর্তিত সাইলেন্সার লাগানোয় তার বিরুদ্ধে ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে ১৫ হাজার রুপি জরিমানা করেছে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে ওড়িশার রাউরকেলা এলাকায়। সেখানে বুধবার এক যুবককে সুপারহিরো স্পাইডারম্যানের পোশাক পরে রাস্তায় হেলমেট ছাড়া ঝড়ের গতিতে বাইক চালাতে দেখা যায়। শুধু তাই নয়, চলন্ত অবস্থায় তিনি রাস্তায় নানা রকম স্টান্ট করছিলেন, যা দেখে আতঙ্কিত হয়ে পড়েন পথচারীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই যুবকের বাইকে লাগানো ছিল পরিবর্তিত সাইলেন্সার, যা থেকে বিকট শব্দ বের হচ্ছিল। শব্দটি এতটাই তীব্র ছিল যে আশপাশের মানুষ ভয়ে রাস্তার পাশ থেকে সরে দাঁড়ান। বিষয়টি নজরে আসতেই ট্রাফিক পুলিশ তাকে থামায়।
পুলিশ জানায়, হেলমেট ছাড়া চালানো, অতিরিক্ত গতিতে স্টান্ট দেখানো এবং অবৈধ সাইলেন্সার ব্যবহারের দায়ে তাকে তাৎক্ষণিকভাবে ১৫ হাজার রুপি জরিমানা করা হয়। এছাড়া, তার মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
তদন্তের সময় ওই যুবক নিজের এই কাণ্ডের কোনো সঠিক ব্যাখ্যাও দিতে পারেননি বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় রাউরকেলা পুলিশ সতর্কবার্তা দিয়ে জানায়— এ ধরনের বেপরোয়া চালক ও কসরতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।