11:29 pm, Sunday, 24 August 2025

সন্তানদের হাফেজ-আলেম বানাতে চান অনন্ত, ইঙ্গিত দিলেন অভিনয় ছাড়ার!

সন্তানদের হাফেজ-আলেম বানাতে চান অনন্ত, ইঙ্গিত দিলেন অভিনয় ছাড়ার!। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঢাকাই সিনেমার আলোচিত নায়ক ও প্রযোজক অনন্ত জলিল এবার জানালেন চলচ্চিত্র থেকে বিদায়ের ইঙ্গিত। বললেন, সন্তানদের ইসলামি শিক্ষায় বড় করতে চান, আর সে কারণেই হয়তো আর বেশিদিন এই লাইনে থাকছেন না!

সম্প্রতি এক সাক্ষাৎকারে অনন্ত বলেন, “আমার হাতে কিছু সিনেমার কাজ এখনো বাকি আছে। সেগুলো শেষ করেই হয়তো বিদায় নেব। কারণ আমার দুই ছেলে ইসলামিক পড়াশোনায় মনোযোগী। বাবা-মা যদি সিনেমা চালিয়ে যায়, সেটা ওদের কাছে ভালো দেখাবে না।”

জানা গেছে, বড় ছেলে ইতিমধ্যে ৮ পারা হিফজ শেষ করেছে, ছোট ছেলেও কোরআন রিডিং দ্বিতীয়বার শুরু করেছে। বড় ছেলের বয়স সাড়ে ১০, ছোটটার সাড়ে ৭। অনন্ত বলেন, “বর্ষা যখন প্রথমবার প্রেগন্যান্ট হয়, তখনই নিয়ত করি—আমাদের সন্তানদের হাফেজ-মুফতি বানাবো। চাই ওরা মদিনায় গিয়ে পড়াশোনা করুক।”

তিনি আরও জানান, ছেলে দু’জন মানারাতে পড়ে, যেখানে ইংলিশ মিডিয়ামের পাশাপাশি ইসলামিক শিক্ষাও দেওয়া হয়। স্কুল শেষে বাসায় পড়া, তারপর মাদ্রাসা—ব্যস্ত সময়েই কাটে ওদের।

স্ত্রী বর্ষার অভিনয় নিয়েও অনন্ত বলেন, “যেহেতু ওরা ধর্মীয় শিক্ষায় বড় হচ্ছে, তখন যদি ওদের মা সিনেমায় থাকেন, সেটা ওদের ভালো লাগবে না। আমিও চাই না। তাই মনে হচ্ছে আমাদের সিনেমা থেকে সরে আসাই ভালো হবে।”

এদিকে অনন্তের ‘নেত্রী: দ্য লিডার’ সিনেমার কাজ প্রায় ৭০ ভাগ শেষ হয়েছে। মুক্তির অপেক্ষায় থাকা এই ছবি দিয়েই হয়তো রুপালি পর্দায় অনন্ত-বর্ষা জুটির ইতি ঘটবে—এমনটাই ধারণা করছেন ভক্তরা।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

কখনোই যুক্তরাষ্ট্রের কাছে মাথানত করবে না ইরান: খামেনি

সন্তানদের হাফেজ-আলেম বানাতে চান অনন্ত, ইঙ্গিত দিলেন অভিনয় ছাড়ার!

Update Time : 05:27:20 pm, Sunday, 24 August 2025

ঢাকাই সিনেমার আলোচিত নায়ক ও প্রযোজক অনন্ত জলিল এবার জানালেন চলচ্চিত্র থেকে বিদায়ের ইঙ্গিত। বললেন, সন্তানদের ইসলামি শিক্ষায় বড় করতে চান, আর সে কারণেই হয়তো আর বেশিদিন এই লাইনে থাকছেন না!

সম্প্রতি এক সাক্ষাৎকারে অনন্ত বলেন, “আমার হাতে কিছু সিনেমার কাজ এখনো বাকি আছে। সেগুলো শেষ করেই হয়তো বিদায় নেব। কারণ আমার দুই ছেলে ইসলামিক পড়াশোনায় মনোযোগী। বাবা-মা যদি সিনেমা চালিয়ে যায়, সেটা ওদের কাছে ভালো দেখাবে না।”

জানা গেছে, বড় ছেলে ইতিমধ্যে ৮ পারা হিফজ শেষ করেছে, ছোট ছেলেও কোরআন রিডিং দ্বিতীয়বার শুরু করেছে। বড় ছেলের বয়স সাড়ে ১০, ছোটটার সাড়ে ৭। অনন্ত বলেন, “বর্ষা যখন প্রথমবার প্রেগন্যান্ট হয়, তখনই নিয়ত করি—আমাদের সন্তানদের হাফেজ-মুফতি বানাবো। চাই ওরা মদিনায় গিয়ে পড়াশোনা করুক।”

তিনি আরও জানান, ছেলে দু’জন মানারাতে পড়ে, যেখানে ইংলিশ মিডিয়ামের পাশাপাশি ইসলামিক শিক্ষাও দেওয়া হয়। স্কুল শেষে বাসায় পড়া, তারপর মাদ্রাসা—ব্যস্ত সময়েই কাটে ওদের।

স্ত্রী বর্ষার অভিনয় নিয়েও অনন্ত বলেন, “যেহেতু ওরা ধর্মীয় শিক্ষায় বড় হচ্ছে, তখন যদি ওদের মা সিনেমায় থাকেন, সেটা ওদের ভালো লাগবে না। আমিও চাই না। তাই মনে হচ্ছে আমাদের সিনেমা থেকে সরে আসাই ভালো হবে।”

এদিকে অনন্তের ‘নেত্রী: দ্য লিডার’ সিনেমার কাজ প্রায় ৭০ ভাগ শেষ হয়েছে। মুক্তির অপেক্ষায় থাকা এই ছবি দিয়েই হয়তো রুপালি পর্দায় অনন্ত-বর্ষা জুটির ইতি ঘটবে—এমনটাই ধারণা করছেন ভক্তরা।