গাজীপুরে ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে ফলকে নিজের নাম দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
রোববার (২৪ আগস্ট) সকালে গাজীপুর মহানগরীর ভোগড়া টোলপ্লাজা এলাকায় ১৮ কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়ে উদ্বোধনের জন্য আয়োজন করা হয়।
বক্তব্য শেষে মঞ্চের পাশে স্থাপিত ফলক উন্মোচনের সময় উপদেষ্টা নিজের নাম ফলকে দেখে বিস্মিত হন। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “এটা কি আমার বাপের টাকায় করা? তাহলে ফলকে কেন আমার নাম থাকবে?”
ঘটনাস্থলেই তিনি নির্দেশ দেন ফলকটি দ্রুত পরিবর্তনের জন্য এবং আর ফলক উন্মোচন না করে সরাসরি টোলপ্লাজায় চলে যান। সেখানে ফিতা কেটে এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেন এবং নির্ধারিত টোল দিয়ে সড়ক অতিক্রম করেন।
এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়ে যায়। অনেকেই তার এই বক্তব্যকে সাধুবাদ জানালেও, বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, ঢাকা বিভাগীয় কমিশনার ও গাজীপুর সিটির প্রশাসক শরফ উদ্দিন আহমদ চৌধুরী, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান, জেলা প্রশাসক নাফিসা আরেফীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।