4:57 am, Monday, 25 August 2025

অবশেষে সরানো হলো মোহাম্মদপুরের বিতর্কিত ওসি ইফতেখারকে

অবশেষে সরানো হলো মোহাম্মদপুরের বিতর্কিত ওসি ইফতেখারকে। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড ও গুরুতর অভিযোগের মুখে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী ইফতেখার হাসানকে অবশেষে সরিয়ে দেওয়া হয়েছে। রোববার (২৪ আগস্ট) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী স্বাক্ষরিত এক আদেশে তাকে ডিবি বিভাগে বদলি করা হয়।

একই আদেশে শাহ আলী থানার ওসি কাজী মো. রফিক আহমেদকে মোহাম্মদপুর থানায় এবং ডিএমপির পরিবহন শাখার পরিদর্শক মোহাম্মদ গোলাম আজমকে শাহ আলী থানায় বদলি করা হয়েছে।

ওসি ইফতেখারকে ঘিরে বেশ কিছুদিন ধরেই স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। অভিযোগ রয়েছে, ১০ লাখ টাকার একটি মাদক মামলার গায়েব করার ঘটনায় তার বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হলে, স্থানীয়রা থানার সামনে মানববন্ধন করেন। যদিও পরে জেনেভা ক্যাম্পের কিছু কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের ব্যবহার করে ওসির পক্ষে পাল্টা মানববন্ধন করানো হয়।

অভিযোগ রয়েছে, এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর তিনি প্রভাব খাটিয়ে থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমানকে ডিএমপিতে সংযুক্ত করেন এবং পরবর্তীতে রংপুরে বদলি করিয়ে দেন।

জেনেভা ক্যাম্পে মাদক নিয়ে বিরোধের জেরে শাহ আলম নামে এক যুবক নিহত হওয়ার ঘটনায়ও ওসি ইফতেখারের বিরুদ্ধে মামলা পরিচালনায় পক্ষপাতের অভিযোগ ওঠে। এছাড়া একটি অভিযানে এক কোটি টাকারও বেশি নগদ অর্থ ও অস্ত্র উদ্ধার হলেও, মূল অভিযুক্ত বুনিয়া সোহেলের পরিবর্তে পিচ্চি রাজাকে মামলায় আসামি করা হয় বলে দাবি স্থানীয়দের।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

অবশেষে সরানো হলো মোহাম্মদপুরের বিতর্কিত ওসি ইফতেখারকে

Update Time : 04:53:33 pm, Sunday, 24 August 2025

বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড ও গুরুতর অভিযোগের মুখে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী ইফতেখার হাসানকে অবশেষে সরিয়ে দেওয়া হয়েছে। রোববার (২৪ আগস্ট) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী স্বাক্ষরিত এক আদেশে তাকে ডিবি বিভাগে বদলি করা হয়।

একই আদেশে শাহ আলী থানার ওসি কাজী মো. রফিক আহমেদকে মোহাম্মদপুর থানায় এবং ডিএমপির পরিবহন শাখার পরিদর্শক মোহাম্মদ গোলাম আজমকে শাহ আলী থানায় বদলি করা হয়েছে।

ওসি ইফতেখারকে ঘিরে বেশ কিছুদিন ধরেই স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। অভিযোগ রয়েছে, ১০ লাখ টাকার একটি মাদক মামলার গায়েব করার ঘটনায় তার বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হলে, স্থানীয়রা থানার সামনে মানববন্ধন করেন। যদিও পরে জেনেভা ক্যাম্পের কিছু কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের ব্যবহার করে ওসির পক্ষে পাল্টা মানববন্ধন করানো হয়।

অভিযোগ রয়েছে, এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর তিনি প্রভাব খাটিয়ে থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমানকে ডিএমপিতে সংযুক্ত করেন এবং পরবর্তীতে রংপুরে বদলি করিয়ে দেন।

জেনেভা ক্যাম্পে মাদক নিয়ে বিরোধের জেরে শাহ আলম নামে এক যুবক নিহত হওয়ার ঘটনায়ও ওসি ইফতেখারের বিরুদ্ধে মামলা পরিচালনায় পক্ষপাতের অভিযোগ ওঠে। এছাড়া একটি অভিযানে এক কোটি টাকারও বেশি নগদ অর্থ ও অস্ত্র উদ্ধার হলেও, মূল অভিযুক্ত বুনিয়া সোহেলের পরিবর্তে পিচ্চি রাজাকে মামলায় আসামি করা হয় বলে দাবি স্থানীয়দের।