নাটোরের বড়াইগ্রামে শাঁখা-সিঁদুর পরে হিন্দু সাজে কীর্তন অনুষ্ঠানে এসে স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগে তিন নারীকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় লক্ষিকোল বাজারের শ্রী শ্রী কালী মাতার মন্দিরে অনুষ্ঠিত মহাহরিনাম ও লীলা কীর্তন চলাকালীন।
আটককৃতরা হলো—ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার শামসুন্নাহান বেগম (২৮), লিপি আক্তার (৩০) এবং রোজিনা খাতুন (২৬)। তারা সকলে একটি আন্তঃজেলা নারী প্রতারক চক্রের সদস্য বলে পুলিশের বরাত জানা গেছে।
পুলিশ জানায়, এরা হিন্দু নারীদের মতো শাঁখা-সিঁদুর পরে কীর্তনে অংশগ্রহণ করতেন এবং সুযোগ পেলেই গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নিতেন। ঘটনার দিন তারা চায়না রানী নামের এক হিন্দু নারীকে ঘিরে বসে, কীর্তনের আবেগময় মুহূর্তে তার গলার চেইন খুলে নেয়। পরে স্থানীয় ভক্তদের সহযোগিতায় তাদের চিহ্নিত করে আটক করে পুলিশ। মহিলা পুলিশ সদস্যদের সহায়তায় একজনের কাছ থেকে এক ভরি ওজনের চেইন উদ্ধার করা হয়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার হোসেন জানান, এই নারী প্রতারকরা মুসলিম হলেও তারা হিন্দু সেজে ঘটনাস্থলে এসে পরিকল্পিতভাবে স্বর্ণের চেইন ছিনতাই করতেন। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তারা কারাগারে পাঠানো হয়েছে।