‘গত ১৫ বছর বিএনপির যে নেতাকর্মীদের জন্য লড়াই করলাম, তারাই এখন আমাকে ধাক্কা দেয়’ বলে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। এরপরই তার মুখ ফসকে বের হয়, ‘ঠিক আছে, ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই’।
রোববার (২৪ আগস্ট) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে রুমিন এ কথা বলেন।
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সীমানা পুনঃনির্ধারণ সংক্রান্ত শুনানিতে অংশ নিয়ে রুমিন অভিযোগ করেন, বর্তমান প্রার্থী ও তার অনুসারীরা ইসিতে গুন্ডা-পান্ডার সম্বল নিয়ে এসে মারামারি করেছেন, যা কমিশনের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করেছে। তিনি বলেন, “আমরা কমিশনে জনসংখ্যার ভিত্তিতে সঠিক সিদ্ধান্ত উপস্থাপন করেছি।”
এনসিপির কর্মীদের সঙ্গে সংঘর্ষের প্রসঙ্গ তুলে রুমিন জানান, “তার সঙ্গে প্রথমে অন্য পক্ষের লোকজন ধাক্কা দিয়েছে। একজন নারী হিসেবে আমার লোকজন অবশ্য জবাব দিয়েছে।” তিনি এ বিষয়ে বলেন, “আমি নিশ্চিত নই, তারা জামায়াত না এনসিপি।”
রুমিন আবারো দাবি করেন, ২০০৮ সালের আগের সীমানায় ফিরে আসতেই হবে। কারণ তিনি মনে করেন, ওই সময়ের সীমানা ছিল সুষ্ঠু ও গ্রহণযোগ্য। তিনি বলেন, “গত ১৫ বছরে যে ফ্যাসিস্ট শাসন ছিল, তারা ভোট কারচুপি করে নিজের সুবিধামতো সীমানা নির্ধারণ করেছে, সেটি আমরা মানি না।”
শেষে তিনি নিজের প্রতি নেতাকর্মীদের আচরণকে দুঃখজনক উল্লেখ করে বলেন, “১৫ বছর ধরে যাদের জন্য লড়াই করেছি, আজ সেই নেতাকর্মীরাই আমাকে ধাক্কা দিয়েছে। ওহ, ঠিক আছে, ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই।”